ভালোবাসতে শিখুন পোষা প্রাণিকে

তামজিদ করিম 

13509019_1032607096793621_263543244081936976_n

ছবি : শাকিল রামিম

অনেকেই বাড়ির অ্যাকুরিয়ামে এই কাছিম রাখেন।কাছিম কেনার আগে কয়েকটা বিষয় আপনার অবশ্যই জানা দরকার। কচ্ছপ (tortoise) ডাঙার প্রাণী, আর কাছিম (turtle) পানি এবং ডাঙা দুই জায়গাতেই বাস করে।আমরা একুয়ারিয়ামের দোকানে যেগুলো দেখতে পাই সেগুলো কাছিম। কাছিম শীতল রক্তের প্রাণী। যেহেতু আমাদের মত এদের রক্ত উষ্ণ নয় তাই এরা আমাদের মত শরীর উষ্ণ রাখতে পারে না। এরা শরীর ঠান্ডা করতে পানিতে নামে, আবার বেশি ঠান্ডা হয়ে গেলে গরম করতে সূর্য্যের তাপে ডাঙায় উঠে আসে। এখন আপনি যদি কাছিম পুষতে চান একুরিয়ামে তাহলে আপনার ট্যাংকে অবশ্যই ডাঙা (Dock) এবং জল (Water) দুই রকম জায়গাই থাকতে হবে।  কাছিম মাছের মত শুধু পানিতে ডুবে থাকে না ।

জল আর ডাঙার ব্যবস্থা নাহয় করলেন, কিন্তু ট্যাংক যদি ঘরের মধ্যে হয় তাহলে সূর্যের আলো কোথায় পাবেন? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই UV-A, UV-B লাইটের ব্যবস্থা করতে হবে। এই লাইটগুলো ডাঙার উপরে থাকবে যা Turtle এর শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করবে।ডাঙার সমস্যা সমাধান করলেন ডক বানিয়ে এবং UV-A, UV-B লাইট লাগিয়ে। এবার পানির দিকে নজর দেন।

একটা কাছিম এর জন্য যতখানি পানি দরকার আপনি ট্যাংকে তত পানি দিতে গেলে বলা যায় একটা ছোটখাটো কাছিম এর জন্য প্রায় ৪০ লিটার পানি দরকার। ছোট একটা কাছিম এর জন্য একটা ১০ গ্যালন ট্যাংক বানালেন , সমস্যা সমাধান হল ভাবছেন। না হয়নি, কাছিম সাধারণত নদীতে বা সমুদ্রে থাকে যেখানকার পানি বদ্ধ না, অর্থাৎ পানি ঢেউয়ের সাথে সাথে চলতে থাকে, কিন্তু আপনার ট্যাংকের পানি তো নড়েচড়ে না। তাহলে বদ্ধ পানিতে টার্টেল রাখলে যা হবে তা হচ্ছে কাছিম পটি করে পানি ময়লা করে ফেলবে অল্প সময়েই। আপনি যদি ময়লা পানিতেই পুষতে চান তাহলে বলবো দয়া করে মিথ্যা ভালোবাসা দেখিয়ে কচ্ছপ কিনবেন না । আর যদি সত্যি ভালোবাসেন তাহলে লাইট, ডক সহ ট্যাংক, এবং যথেষ্ট পানির সাথে একটা ভালো ফিল্টার লাগাবেন যা ময়লা পানি পরিষ্কার করবে। আসলে ফিল্টার দিয়ে টার্টেলের ময়লা পরিষ্কার হবে কিন্তু পানিতে যেসব ক্ষতিকর পদার্থ মিশে যাবে তা সরাতে পারবেন না। সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই নিয়মিত পানি বদলাতে হবে।

এবার বলি যা যা বললাম সেগুলো না করলে কী কী সমস্যা হবে ;
১। ডক ছাড়া শুধু পানিতে টার্টেল ডুবিয়ে রাখলে আপনার টার্টেলের উষ্ণতা দরকার পড়লেও সে অসহায়ের মত পানিতে বেঁচে থাকার যুদ্ধ চালিয়ে যাবে।

২। লাইট ছাড়া কচ্ছপের খোলসের যথার্থ গ্রোথ হবে না, দূর্বল হয়ে ভেঙেও যেতে পারে।

৩। অল্প পানি হলে তাড়াতাড়ি ময়লা হবে, ফিল্টার না লাগিয়ে এবং নিয়মিত পানি বদল না করলে ময়লা পানি পেটে যেয়ে গলায়, পেটে ইনফেকশন হবে। নড়াচড়া, খাওয়া কমিয়ে দিবে। এবং শেষে আপনার ভালোবাসার শিকার হয়ে একটা কিউট, নিষ্পাপ জীবের অকাল মৃত্যু ঘটবে

এমন ভালোবাসা আমরা চাই না। পোষা প্রাণিকে ভালোবাসতে শিখুন, তাদের সম্পর্কে জানুন। তাদের খাওয়া, স্বভাব, থাকার পরিবেশ সবকিছু জেনে নিয়ে তারপর পুষেন, তারাও আনন্দে থাকবে, আপনিও আনন্দ পাবেন। অযথা একটা প্রাণীকে কষ্ট দিবেন না ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics