দেখে নেয়া যাক কিছু অদ্ভুত উদ্ভিদ ও প্রাণী

মোঃ সাইফুল ইসলাম

যে বিশ্বে আমরা বসবাস করছি তা অনেক আশ্চর্যে পরিপূর্ণ। এই আশ্চর্যের কতটুকুই বা আমরা জানি!! এসব আশ্চর্য হতে পারে কোন প্রাণী কিংবা উদ্ভিদ। যখন আমরা এসব বিষয় নিয়ে জানতে চেষ্টা করছি তখন শুধু অবাক হয়ে তাকিয়ে থাকতে হচ্ছে। এখন এমনই কিছু উদ্ভিদ ও প্রাণীর কথা বলবো যা দেখে অথবা পড়ে আপনি অবশ্যই অবাক হবেন।

ব্লাডউড ট্রি: ব্লাডউড ট্রি যার বৈজ্ঞানিক নাম Brosimum paraense. এটি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকায় জন্মে থাকে। যখন এই গাছের ডাল বা শাখা কাঁটা হয় তখন তা থেকে লাল রংয়ের তরল পদার্থ বের হয়। তরলগুলো শুকালে আঠালো পদার্থে পরিণত হয়। এই তরল পদার্থ চোখ, রক্ত ও পেটের সমস্যায় খুবই উপকারী। এছাড়াও এই তরল মহিলাদের বুকের দুধ বৃদ্ধিতে বেশ কার্যকরী।bloodwood-tree-341

ক্যারিয়ন ফুল: সাধারণত একটি ফুলের ওজন কত হবে? ১ পাউন্ড, ৫ পাউন্ড অথবা ১০ পাউন্ড! না… বিশ্বে এর থেকেও বেশি ওজনের ফুল আছে। যেটি ২৪ পাউন্ড ওজনের হয়ে থাকে। বিস্মিত হবেন না। ৩ ফুট পরিধির এই ফুল বিশ্বের সবচেয়ে বড় ফুল। এর থেকে আবার গলিত পঁচা মাংসের মতো গন্ধ আসে। ক্যারিয়ন কথাটির অর্থ হলো গলিত মাংস। এই গন্ধের মাধ্যমে কীটপতঙ্গ পরাগায়নের জন্য আকৃষ্ট হয়। এই ফুলের বৈজ্ঞানিক নাম Amorphophallus titanium.carrion-flower

ড্রাকুলা অ্যান্ট: এটি এমন একটি পিঁপড়া যা তার শিকারকে কামড় দিয়ে বেহুশ করে ফেলে। এর বৈজ্ঞানিক নাম Adetomyrma venatrix. এরা সাধারণত কীটপতঙ্গের লার্ভার রক্ত খেয়ে থাকে। এরা কলোনি আকারে বসবাস করে। প্রতিটি কলোনিতে প্রায় ১০০০০ পিঁপড়া থাকে। রাণীসহ এই পিঁপড়ারা কলোনী আকারে শিকারে বের হয়ে থাকে। শিকার পেলে সেটাকে মেরে কলোনীতে নিয়ে এসে ভোজন সম্পন্ন করে।ant-draculla

সমুদ্র শুকর: সাধারণত শুকরের নাম শুনলে আমাদের চোখে দুইটি ছবি ভেসে ওঠে। একটি নোংরা এবং অপরটি হল পরিষ্কার সাদা যা আমরা স্থলে দেখে থাকি। অবাক করার কথা হল সমুদ্রেও শুকর আছে। আট পা বিশিষ্ট এই সমুদ্র শুকরের আকার কাকড়ার সমান হয়ে থাকে। এদের গণের নাম Scotoplanes.Sea-Pig1

আয়ে আয়ে: বিশ্বের সবচেয়ে বড় নিশাচর পুরুষ-বানরটির নাম আয়ে আয়ে। এরা আপন ক্ষুধা নিবারণের জন্য গাছের পোকামাকড় ধরে খায়। গাছের কোথাও গর্ত দেখলে সেখানে তারা তাদের দীর্ঘ আঙ্গুল দিয়ে পোকামাকড় বের করে দ্রুত খেয়ে ফেলে। এর বৈজ্ঞানিক নাম Daubentonia madagascariensis.OSCAA-00000009-001

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics