বুয়েটে পরিবেশ সপ্তাহ ২০১৫ : হলো আলোকচিত্র প্রদর্শনী ও পোস্টার উপস্থাপনা

লিসান আসিব খান

বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হয়ে গেল পরিবেশ সপ্তাহ ২০১৫ আলোকচিত্র প্রদর্শনী ও পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা । সকাল ১১ থেকে শুরু হয়ে এ আয়োজন চলে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।

এনভাইরনমেন্ট ওয়াচঃ বুয়েট নামের একটি সংঘটন কাজ করে যাচ্ছে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে । সংঘটনটির উদ্যোগে বুয়েটে শুরু হয়েছে পরিবেশ সপ্তাহ ২০১৫; এরই অংশ হিসেবে অনুষ্ঠিত হল আলোকচিত্র প্রদর্শনী ও পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা ।

প্রদর্শনীতে জায়গা করে নেয় বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য , জীবন যাপন ও পরিবেশ সম্পর্কিত ১৫ টি ছবি । তাদের মধ্যে ১ম হন কাজী মুশফিক হোসেন । বাংলাদেশের মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করে তোলাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ।_DSC0009.NEF

একেই সাথে হয়ে গেল পোস্টার উপস্থাপনা প্রতযিোগতিা ।এতে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় , বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় , ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা । সুন্দরবনের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয় এই পোস্টার উপস্থাপনার মাধ্যমে । পাশাপাশি সুন্দরবনের জীব বৈচিত্র্য টিকিয়ে রাখার জন্য করণীও বিষয়ও ফুটিয়ে তুলা হয় এই পোস্টার উপস্থাপনায়।_DSC0043 পোস্টার উপস্থাপনায় অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাফিযা নওয়াল ইসলাম বলেন , আমরা প্রতিদিনই নিজেদের নানান কাজের মধ্য দিয়ে পরিবেশের অবক্ষয় ঘটাচ্ছি। ইতি মধ্যে উত্তর ও দক্ষিন মেরুর বরফ গলতে শুরু করেছে। অর্থাৎ আমাদের সলিল সমাধির আর বেশি দেরি নেই। তাই আমাদের আগামী ভবিষ্যতদের জন্য এই সুন্দর পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হবে । আমরা আমাদের উপস্থাপনার মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করছি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics