শ্যামগঞ্জে ২০৫ টি পাখি জব্দ
লিসান আসিব খান
আজ সকালে ময়মনসিংহের গৌরীপুরে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট অভিযান চালিয়ে ২০৫ টি পাখি জব্দ করেছে।
সকালে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট শ্যামগঞ্জ বাজারের পাখি বিক্রির হাটে এই অভিযান পরিচালনা করে। অসিত রঞ্জন পালের সার্বিক তত্তাবধানে এ সময় আরও উপস্থিত ছিলেন বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসিম মল্লিক। এসময় তাদের উপস্থিতি টের পায়ে সকল বিক্রেতা পাখি রেখে পালিয়ে যায়।
জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে , নিশি বক ৫, কানি বক ৬৫, গোবক ২৫, পানকৌড়ি ০৭, কালিম ০৪, কাদাখোঁচা ৪৫, পাতি সরালি ০৪, বালি হাস ০২, সোনাজিড়িয়া ২৮, পাতি বাটান ২০।
বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানায় , অবৈধভাবে পাখি শিকার ও বিক্রি রোধ করতে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। একটি সংঘবদ্ধ চক্রের কাজ এটি । আমরা পুরো চক্রটিকে ধরার চেষ্টা করছি। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।