হাজারো মানুষের কন্ঠে জিন্দা পার্ক রক্ষার দৃপ্ত শপথ

হাজারো প্রজাতির গাছ-গাছালি পরিপূর্ণ লেক, টিলার অরণ্যে গড়া, প্রাকৃতিক সৌন্দর্য্যে পরিপূর্ণ জিন্দা পার্ক ধ্বংসে রাউকের নীলনকশা প্রতিহত করতে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-সহ পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ আজ সকাল থেকে জিন্দা পার্কে অবস্থান নেন।এর আগে, রাজউক ২৭ ফেব্রুয়ারী ২০১৪ তারিখের এক স্মারকে আজ ০২ মার্চ ২০১৪, রবিবার, জিন্দা পার্কের মূল উদ্যোক্তাদের উচ্ছেদের অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল।

এলাকার স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী-পুরুষ এ অবস্থান কর্মসুচীতে স্বত:স্ফুর্তভাবে অংশ নেন। ৩৩ বছরের তিলে তিলে গড়া জিন্দা পার্ক রক্তের বিনিময়ে হলেও রাজউকের আগ্রাসন থেকে রক্ষায় তারা দৃপ্ত শপথ ব্যক্ত করেন। অবস্থান কর্মসূচী শেষে ৭/৮ হাজার মানুষ শ্লোগানে শ্লোগানে পার্ক প্রদক্ষিণ করে ঢাকা সিলেট মহাসড়ক আধঘন্টা অবরোধ করে রাখে।1

নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত ৩৩ বছরে স্থানীয় এলাকাবাসী নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ, মেধা আর শ্রমের মাধ্যমে তিলেতিলে গড়ে তুলেছে অনিন্দ্য সুন্দর পরিবেশেবান্ধব অনুসরণীয় দৃষ্টান্ত জিন্দা পার্ক। গত ২০০৮ সালে এই পার্কটি উচ্ছেদের মাধ্যমে রাজউক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু স্থানীয় এলাকাবাসী ও পরিবেশবাদী সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে জিন্দা পার্কটি পার্ক হিসেবে বহাল থাকে।

সম্প্রতি রাজউক জিন্দা পার্কের দখল নেয়ার জন্য আবারও মরিয়া হয়ে উঠেছে। পার্কটি দখলের অপতৎপরতার উদ্যোগ নেয়ার প্রেক্ষিতে অগ্রপথিক পল্লী সমিতি মহামান্য সুপ্রীম কোর্টে রিট দায়ের (রিট নং ১৭৩০/২০১৪) করে। মহামান্য হাইকোর্ট ২৬ ফেব্রুয়ারী ২০১৪ তারিখে রুল জারি করেন। মহামান্য হাইকোর্টে রুল জারির পরও রাজউক আজ ০২ মার্চ ২০১৪, রবিবার পার্কটির মূল উদ্যোক্তাদের উচ্ছেদের অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছিল। জিন্দা পার্ক ধ্বংসে রাউকের এ অনৈতিক কার্যক্রম প্রতিরোধ করতে ঘর থেকে হাজার হাজার নারী পুরুষ স্বত:স্ফূর্তভাবে জিন্দা পার্কে অবস্থান নেন।

মূল উদ্যোক্তাদের অপসারণ করা হলে পার্কটির সুষ্ঠু ব্যবস্থাপনা ব্যাহত হবে এবং প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থা সমৃদ্ধ জিন্দা পার্ক ধ্বংস হয়ে যাবে। বিনোদন ও জ্ঞান আহরণের বিপরীতে পার্কটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে। পূর্বাচল প্রকল্পে ভিটেমাটি হারা অনেক মানুষের জীবন-জীবিকা ব্যাহত হবে। পার্কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূল উদ্যোক্তাদের কাছে রাখার দাবীতে মহামান্য সুপ্রীম কোর্টে একটি রীট মামলা বিচারাধীন রয়েছে। রীট মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পার্কটির মূল উদ্যোক্তাদের কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না।

ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্রাচার্যের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন পরিবেশ বাঁচাও আন্দোলন পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, জিন্দা পার্কের প্রতিষ্ঠাতা তবারক হোসাইন কুসুম, পবার যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আবদুস সোবহান, বাপা’র যুগ্ম-সম্পাদক মিহির বিশ্বাস, পবার সম্পাদক লেখিকা মিতালী হোসেন, বিসিএইচআরডির নির্বাহী পরিচালক মো: মাহবুল হক, ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আতিকুর রহমান প্রমুখ। এলাকার স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারী-পুরুষ স্বত:স্ফুর্তভাবে এ অবস্থান কর্মসুচীতে অংশ নেন।

রাজউজের জিন্দা পার্ক ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক এবং পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে আগামিকাল ০৩ মার্চ ২০১৪, সোমবার, বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। উক্ত মানববন্ধনের সমন্বয় করবেন ঐক্যন্যাপের সভাপতি জনাব পঙ্কজ ভট্রাচার্য (০১৭১৫৭৫৩০৩৯)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics