সমুদ্রকে রক্ষা করতে হলে একে গভীরভাবে জানতে হবেঃ শরীফ সারওয়ার

শরীফ সারোয়ার বাংলাদেশের একজন স্বনামধন্য আলোকচিত্রী,যিনি সমুদ্রের গভীরের রূপ-সৌন্দর্য তাঁর ক্যামেরায় ধারণ করেন। সেই সাথে শরীফ সারোয়ার  ‘SAVE OUR SEA’ এর একজন নির্বাহী সদস্য। তিনি বেশ কিছুদিন বাংলাদেশের স্বনামধন্য ম্যাগাজিন আর পত্র-পত্রিকায় সংবাদ-আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন। তারপরেই তাঁর ঝোঁক জন্মায় বঙ্গোপসাগরের গভীর অতলে হারিয়ে গিয়ে অমূল্য সব চিত্র তুলে আনার। তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন(BPJA) এর একজন উল্লেখযোগ্য সদস্য। বাংলাদেশের অতল-পানির আলোকচিত্রী হিসেবে তাঁর নাম ও যশ বেশ বিস্তৃত। ২০০০ সাল থেকে শুরু করে ‘বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম পুরস্কার’, ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন পুরস্কার’, বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি পুরস্কার’ ইত্যাদি সহ আরো বহু পুরস্কার তিনি অর্জন করেছেন তাঁর অদম্য সাহসিকতা আর নিষ্ঠার ফলস্বরূপ। ২০০৯ সালে BPJA এর পক্ষ থেকে সংবাদপত্রে প্রকাশিত আলোকচিত্রের বিভাগে তিনি “ম্যান অব দ্যা ইয়ার” উপাধি সংবলিত খেতাব পান। আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস SAVE OUR SEA’ এবং ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন(BAPA)’এর পক্ষ থেকে আলোকচিত্রী শরীফ সারোয়ার’র একটি একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, সেখানেই স্বল্প সময়ের জন্য এনভাইরনমেন্টমুভ ডটকম এর প্রতিনিধি ইসমাম ঋত্বিক এর মুখোমুখি হয়েছিলেন এই গুণী আলোকচিত্রী।  

এনভাইরনমেন্টমুভঃ কেমন আছেন ?

শরীফ সারওয়ারঃ জ্বী, ভালো আছি ।

এনভাইরনমেন্টমুভঃফটোগ্রাফির অনেক দিক থাকা সত্ত্বেও আন্ডারওয়াটার ফটোগ্রাফি বেছে নিলেন কেন ?

শরীফ সারওয়ারঃ আমি ইতোপূর্বে অনেক পত্রিকা ও ম্যাগাজিনে ফটো সাংবাদিক হিসাবে কাজ করেছি । ভিন্ন কিছু করার উদ্দেশ্যে ২০১২ সালে আন্ডারওয়াটার ফটোগ্রাফি শুরু করি । Natgeo ও Animal Planet এর নানা অনুষ্ঠান দেখে এটি শুরু করার অনুপ্রেরণা পাই । তাছাড়া সমুদ্রের তলদেশে বিশাল এবং অজানা জীববৈচিত্র্য সম্পর্কে জানার কৌতুহলও আমাকে এক্ষেত্রে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায় ।

এনভাইরনমেন্টমুভঃ আন্ডারওয়াটার ফটোগ্রাফি করার ক্ষেত্রে কী কী প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে ?

শরীফ সারওয়ারঃ অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে । প্রথমত, এদেশে আন্ডারওয়াটার ফটোগ্রাফি শেখার কোন সুযোগ নেই । তাছাড়া যেসকল যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো অত্যন্ত ব্যয়বহুল ।

এনভাইরনমেন্টমুভঃ আপনি কি Saint Martin’s দ্বীপ এর আশেপাশেই শুধু কাজ করছেন ?

শরীফ সারওয়ারঃ আমি Saint Martin’s দ্বীপ দিয়েই সর্বপ্রথম কাজ শুরু করেছি। তবে সিলেটের সারী নদীতেও কিছু কাজ করছি।sharif sarwar- underwater photographer

এনভাইরনমেন্টমুভঃ আপনি কি আন্ডারওয়াটার ফটোগ্রাফি করার সময় পরিবেশগত কোন বিপর্যয়ের চিহ্ন পেয়েছেন ?

শরীফ সারওয়ারঃ প্রচুর পেয়েছি। Saint Martin’s দ্বীপ এর আশেপাশে অনেক প্রবাল দেখেছি যা ক্ষতিগ্রস্ত হয়েছে । অনেক মাছের গায়েও দূষণের চিহ্ন পেয়েছি । দুঃখজনক হলেও সত্যি,  Saint Martin’s দ্বীপ তো এখন দূষণের মুখে পড়েছে ।

এনভাইরনমেন্টমুভঃ তো সরকারী বা বেসরকারী Saint Martin’s দ্বীপ এর পরিবেশ রক্ষার ব্যাপারে কোন পদক্ষেপ কি আপনার চোখে পড়েছে ?

শরীফ সারওয়ারঃ নাহ, অন্তত আমি নিজ চোখে কোন পদক্ষেপ গ্রহণের চিহ্ন দেখিনি ।

এনভাইরনমেন্টমুভঃ আপনি নিজে কি আন্ডারওয়াটার ফটোগ্রাফি করার ক্ষেত্রে কোন সরকারী বা বেসরকারী সংস্থার সাহায্য পেয়েছেন ?

শরীফ সারওয়ারঃ না, আমি সম্পূর্ণ নিজ উদ্যোগেই এটি করছি ।

এনভাইরনমেন্টমুভঃ আপনি কি মনে করেন না যে পৃষ্ঠপোষকতা পেলে এ ক্ষেত্রটিতে উন্নতি সম্ভব ?

শরীফ সারওয়ারঃ জ্বী অবশ্যই। এ ক্ষেত্রটিতে পৃষ্ঠপোষকতা পেলে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হবে ।

এনভাইরনমেন্টমুভঃ আন্ডারওয়াটার ফটোগ্রাফি করার জন্য আপনি কি তরুণদের উদ্দেশ্যে  কিছু বলতে চান ?

শরীফ সারওয়ারঃ অবশ্যই বলতে চাই । আমি চাই তারা এখানে আসুক। এখানে উৎসাহিত হবার মত অনেক কিছু আছে । সমুদ্রের তলদেশে অনেক জীববৈচিত্র্য আছে যা এখনো আবিস্কার করা হয়নি । বলতে গেলে পুরোটাই এখনও অজানা। এক্ষেত্রে তরুণরা এগিয়ে আসলে যেমন পরিবেশেরও সংরক্ষণ হবে তেমনি অজানাকেও জানা যাবে । তাছাড়া নদীপ্রধান আমাদের এই দেশে নদীতেও কাজের ব্যাপক সুযোগ রয়েছে ।photographer sharif sarwar

এনভাইরনমেন্টমুভঃ আন্ডারওয়াটার ফটোগ্রাফার হওয়ার জন্য একজন তরুণের কী কী গুণাবলী দরকার বলে মনে করেন ?

শরীফ সারওয়ারঃ তিনটি জিনিস, প্রথমত সমুদ্র সম্পর্কে জ্ঞান, দ্বিতীয়ত প্রশিক্ষণ ও সর্বশেষে প্রয়োজনীয় যন্ত্রপাতি । তাছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হওয়ারও প্রয়োজন রয়েছে ।

এনভাইরনমেন্টমুভঃ এই প্রদর্শনী করার উদ্দেশ্য কী ?

শরীফ সারওয়ারঃ মানুষকে এসকল জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করা । এখনও আমাদের জেলেরা বা প্রান্তিক জনগোষ্ঠী এ বিষয়গুলো সম্পর্কে সজাগ নয়, ফলে দিন দিন সাগর আরও বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছে। সমুদ্রকে রক্ষা করতে হলে একে গভীরভাবে জানতে হবে পর্যবেক্ষণ করতে হবে এবং ভালবাসতে হবে।

এনভাইরনমেন্টমুভঃ আপনার ভবিষ্যৎ পরিকল্পণা কী ?

শরীফ সারওয়ারঃ ভবিষ্যতে একটি আর্কাইভ করার পরিকল্পণা আছে যাতে পরবর্তীতে গবেষণা করা এবং জ্ঞান অর্জন করা  আরো সহজ হয় ।

এনভাইরনমেন্টমুভঃ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শরীফ সারওয়ারঃ আপনাকেও ধন্যবাদ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics