মনুষ্য হামলায় প্রাণ গেলো কুমিরের!!!

মাহবুব রেজওয়ান

নদী দখল, নদী ভরাট প্রভৃতি কারণে আমাদের দেশের জলজগতের বাসিন্দারা খুব একটা ভালো নেই। আগে আমাদের দেশের বড় বড় সব নদীতেই অনেক ডলফিন,শুশুক এমনকি কুমির প্রায়ই দেখা যেত। কিন্তু বর্তমানে সুন্দরবন এবং বিশেষ কিছু এলাকা ছাড়া তেমন একটা কুমির দেখা যায় না বললেই চলে। যাও বা মাঝে মাঝে দেখা যায়, সেটুকুও থাকছে না আমাদের অবহেলা এবং নিষ্ঠুরতার কারণে।  madaripur

সম্প্রতি, মাদারিপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীর চরে গ্রামবাসীরা একটি কুমিরকে পিটিয়ে মেরে ফেলেছে। স্থানীয় গ্রামবাসীরা জানান, কুমিরটিকে পাঁচ দিন ধরে সন্ন্যাসীর চরের হাজী শরীয়তউল্লাহ সেতুর পূর্ব পাড় এলাকায় নদীতে বিচরণ করতে দেখা যাচ্ছিল। সচরাচর এই নদীতে কুমির দেখা যায় না। এই কারণে হঠাৎ কুমির দেখা যাওয়ার কারণে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। আর এই আতংক থেকেই তারা কুমিরটিকে হত্যা করেন। বন্যপ্রাণী আইনে কুমির হত্যা বড় একটি অপরাধ। এই অপরাধের কারণে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা হতে পারে।

গ্রামবাসীদের কাছ থেকে জানা যায়,  সকালে কুমিরটি নদীর পাড়ে উঠলে একে আটকে ফেলা হয়। এর পর কুমিরটিকে পিটিয়ে এবং কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। স্থানীয়রা ধারণা করেন, নদীর বিভিন্ন স্থানে চর জেগে উঠায় কুমিরটি আটকে পড়েছিল।

আমাদের স্থানীয় জনগনের মাঝে যদি সচেতনতা বৃদ্ধি করতে না পারি, তাহলে এভাবে বিভিন্ন পশুপাখি আমাদের হাতে বেঘোরে প্রাণ হারাবে। পশুপাখিদের রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ধরনের অবস্থার সম্মুখীন হলে আমাদের উচিৎ স্থানীয় বন বিভাগকে অবহিত করা।

সূত্রঃ বিডিনিউজ২৪.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics