বিশ্বব্যাপী প্রথম বারঃ বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ

মানুষকে বলা হয় সমগ্র প্রাণীজগতের “আশরাফুল মাখলুকাত” বা “সর্বশ্রেষ্ঠ জীব”। একমাত্র মানুষের পক্ষেই সম্ভব হয়েছে নিজের প্রয়োজনে চারপাশের পরিবেশ ও জীবজগতকে কাজে লাগানো। কিন্তু মানুষের কারণেই হোক বা পরিবেশগত কারণেই হোক, জীবজগতের উপর যদি তার বিরূপ প্রভাব পরে তাহলে মানুষকে সবথেকে বেশি মূল্য দিতে হবে। শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকেই নয়, বরং আমাদের পরিবেশকে সুন্দর রাখা এবং বন্যপ্রাণীদের অধিকার রক্ষায় জাতিসংঘ ৩রা মার্চকে “বিশ্ব বন্যপ্রাণী দিবস” হিসেবে ঘোষণা করেছে। wwd

সবথেকে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে সারা বিশ্বে এই প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে “বিশ্ব বন্যপ্রাণী দিবস”।  গত বছরের ২০শে ডিসেম্বর জাতিসংঘের বার্ষিক সভায় ৩রা মার্চকে “বিশ্ব বন্যপ্রাণী দিবস” হিসেবে ঘোষণা করা হয়। মূলত, বিপন্ন প্রাণী ও উদ্ভিদ রক্ষার্থে ও তাদের সঠিকভাবে সংরক্ষণ করতে দিবসটি ঘোষণা করা হয়। এই সভাতে ১৯৩ টি সদস্য বন্যপ্রাণী রক্ষার এই উদ্যোগের সাথে একাত্মতা জানিয়েছে। “কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেনজারড স্পিসিস” (CITES) এর মহাসচিব জন স্কেনলন বন্যপ্রাণী দিবসের প্রস্তাবনাটি সম্মেলনে পাশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বন্যপ্রাণী দিবসের গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ” দিবসটি আমাদের বন্যপ্রাণী অপরাধ ও তার ক্ষতিকর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব সম্পর্কে সচেতন করে তুলবে।” তার মতে, বন্যপ্রাণী হত্যা প্রতিরোধই  শুধু নয়, বিপন্ন ও পরিবেশগতভাবে সঙ্কটাপন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য সঠিক পরিবেশগত ভারসাম্য রক্ষা করাও আমাদের দায়িত্ব।wildlife

জাতিসংঘের সভাপতি বান কি মুন ৩রা মার্চকে “বিশ্ব বন্যপ্রাণী দিবস” হিসেবে ঘোষণা করা প্রসঙ্গে বলেন, “মানুষ ও তাদের সংস্কৃতি নির্ভর করে আছে  প্রাণী ও উদ্ভিদের সমৃদ্ধ বৈচিত্র্যের উপর। সেই সাথে মানব সভ্যতার শুরু থেকে খাদ্য, বস্ত্র ও চিকিৎসার জন্য মানুষকে নির্ভরতা যুগিয়ে যাচ্ছে বন্য প্রাণী ও উদ্ভিদ। ভবিষ্যতেও যেন এই ধারা বজায় থাকে সেই লক্ষ্যেই “বিশ্ব বন্যপ্রাণী দিবস” এর পথ চলা।”

দিবসটি সামনে রেখে বন ও পরিবেশ মন্ত্রণালয়, কারিনাম, আইইউসিএন, ওয়ার্ল্ড ব্যাংক, চ্যানেল আই এর আয়োজনে নানা কর্মসূচী পালন করা হচ্ছে।দিবস পালনের মাধ্যমে শুধু একটি দিনকেই প্রকৃতির অন্যান্য সৃষ্টিকে ভালোবাসার কথা বোঝানো হয়নি। বরং প্রতি বছরের এই দিনটিতে আমরা যেন শপথ নিতে পারি, প্রতিটি দিনই যেন আমরা আমাদের পরিবেশ ও তার সন্তানদের সাথে একাত্ম থাকতে পারি সেই কামনা আমাদের সকলের।

এনভাইরনমেন্টমুভ ডটকম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics