প্রাধিকার টিম কর্তৃক আরও একটি উদ্ধার অভিযান পরিচালিত

অনুলিখনঃ মাহবুব রেজওয়ান

বাংলাদেশে ‘বন্যপ্রাণী অধিকার’ নিয়ে যেসব সংগঠন অক্লান্তভাবে  কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে অন্যতম সংগঠন হচ্ছে  ‘প্রাধিকার’।

বিশেষ করে সিলেট ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে বন্যপ্রাণী ও তাদের অধিকার রক্ষায় সংগঠনটির কর্মতৎপরতা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি বন্যপ্রাণী রক্ষায় এমনই একটি অভিযান পরিচালনা করেছে ‘টিম প্রাধিকার’।

সিলেটের সুবিদবাজার সংলগ্ন এলাকায় একটি বাসায় বন্য পেঁচার উপস্থিতি টের পেয়ে স্থানীয় লোকজন প্রাধিকার টিমকে ফোন মারফত অবগত করলে তৎক্ষণাৎ টিমের পক্ষ থেকে সেখানে উপস্থিত হন সভাপতি রাহুল অভি, জনসংযোগ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ তাপাদার, কোষাধ্যক্ষ আকাশ খাসনবীশ, সদস্য ফারহান রফিক, রাজু আহমেদ এবং কামরুল আলম। rahul da

প্রায় আধা ঘণ্টার তৎপরতায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় পেঁচাটিকে ধরে সযত্নে খাচাবন্দী করা সম্ভব হয়। সভাপতি রাহুল অভি পেঁচাটিকে লক্ষ্মীপেঁচা হিসাবে সনাক্ত করেন।

গত ৪ঠা জানুয়ারি রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর গতকাল সকালে জরুরী ভিত্তিতে লক্ষীপেঁচাটিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়স্থ ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে এর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করেন হাসপাতালের দায়িত্তরত ভেটেরিনারি সার্জন ডাঃ অনিমেষ রায়। পরবর্তীতে পাখীটিকে প্রাধিকার উপদেষ্টা এবং এপিডেমিওলজি এন্ড পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়েম উদ্দীন চৌধুরী ‘র তত্তাবধানে নেওয়া হয়। rahul da 2

তিনি পেঁচাটির ডানায় ফ্রেকচার হয়েছে বলে নিশ্চিৎ করেন। এরপরে পাখিটির ডানায় এইট নট বেন্ডেজ করে দেওয়া হয়। দ্রুত আরোগ্যের উদ্দেশ্যে লোকাল স্টেরয়েড এবং সিস্টেমিক এন্টিবায়টিক দেওয়া হয়। চিকিৎসকরা আশা করছেন এক সপ্তাহের মধ্যেই পাখিটি সুস্থ হয়ে উঠবে।

লক্ষীপেঁচাটি বর্তমানে প্রাধিকার সভাপতি ইন্টার্ন ডক্টর রাহুল দাস তালুকদারের নিবিড় তত্তাবধায়নে রয়েছে। সুস্থ হয়ে যাওয়ার পর অতি শীঘ্রই নিকটস্থ কোনো বনে পেঁচাটিকে উন্মুক্ত করা হবে।

সূত্রঃ প্রাধিকার

প্রাধিকার ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/Pradhikar.bd

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics