জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করতে পারে: ইপসা'র মতবিনিময়সভায় বক্তারা

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বর্তমানে প্রতিনিয়ত প্রাকৃতিক দূর্যোগের সম্মুখীন হতে হয়, যার কারণে বিপুলসংখ্যক মানুষ স্থানচ্যুত হতে বাধ্য হচ্ছে । কিন্তু দেশব্যাপী জলবায়ু স্থানচ্যুত মানুষের সংখ্যা নিয়ে প্রকৃত কোন পরিসংখ্যান বাংলাদেশে এখনো অনুপস্থিত। এসব স্থানচ্যুত মানুষ বিভিন স্থানে অমানবিক জীবনযাপন করছে যার ফলে তাদের প্রাপ্য অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে। এসব জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুত মানুষের জন্য টেকসই আবাসন,ভূমিও সম্পত্তির অধিকার নিশ্চিত করা খুবই প্রয়োজন। সাংবাদিকরা তাদের লেখনী এবং ছবরি মাধ্যমে অসহায় মানুষের দুরবস্থার চিত্র তুলে ধরলে দেশের নীতিনির্ধারকমহল জলবায়ু স্থানচ্যুত মানুষের জন্য অধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে সচেষ্ট হবে বলে আশা করা যায়।

সমাজ উন্নয়ণ সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যালএ্যাকশন (ইপসা)-এর উদ্যোগে ১০ ফেব্রুয়ারী চট্টগ্রাম নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে বাংলাদেশের জলবায়ু স্থানচ্যুত মানুষের বর্তমান ও ভবিষ্যৎ চিত্র তুলে ধরার জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময়সভায় উপস্থিত বক্তারা এ ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।Discussion Meetiing with Media Representative by YPSA

সাংবাদিকদের সাথে মতবিনিময়সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রোগ্রাম ম্যানেজার মো: আলীশাহীন। দৈনিক সুপ্রভাত বাংলাদেশের নগর সম্পাদক এম.নাসিরুল হকের সঞ্চালনায় এই মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন দৈনিক প্রথমআলোর চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধানজনাবওমরকায়সার, ডেইলিইন্ডিপেন্ডেন্ট চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধানজনাব নাজিমুদ্দিনশ্যামল, দৈনিক আমাদের সময়ের ব্যুরো প্রধান হামিদুল্লাহ, এনটিভির ব্যুরো প্রধান শামসুল হক হায়দারী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক সাইদুলইসলাম, দৈনিক পূর্বকোণের জ্যৈষ্ঠপ্রতিবেদক মো. সাইফুল আলম, ডেইলিসানের জ্যৈষ্ঠপ্রতিবেদক মো. নুরউদ্দিনআলমগীর, বিডিনিউজ২৪.কম এরনিজস্ব প্রতিবেদকমিটুন চৌধুরী, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিবেদক তাজুলইসলাম, দেশ টিভির প্রতিবেদক আলমগীর সবুজ, দৈনিক আজাদীর সবুর শুভ প্রমুখ।

মতবিনিময় সভায় বাংলাদেশের জলবায়ু স্থানচ্যুতিরবর্তমান ও ভবিষ্যৎ চিত্র তুলে ধরার পাশাপাশি স্থানচ্যুত মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইপসার বাংলাদেশ হাউজিং, ল্যান্ড এন্ড প্রোপার্টি রাইটস ইনিটিয়েটিভ প্রকল্পের কর্মকান্ড সম্পর্কে আলোকপাত করেন প্রকল্পের টিমলিডার মোহাম্মদ শাহজাহান। তিনি উপস্থিত সাংবাদিকদেরজলবায়ু স্থানচ্যুত মানুষের বর্তমান পরিস্থিতিসহ সংশিষ্ট বিভিন্ন প্রতিবেদন করার জন্য আহবান জানান। উপস্থিত সাংবাদিকরাজলবায়ু স্থানচ্যুতি প্রসঙ্গটি সাম্প্রতিক বিষয় উল্লেখ করে এ নিয়েপ্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় ইপসার সার্বিক সহযোগীতায় প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেবেন বলে জানান।
এছাড়া তারা জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাবাংলাদেশের জলবায়ু স্থানচ্যুতমানুষদের মনিটরিং প্রক্রিয়ার আওতায় আনা, চলমান জলবায়ু পরিবর্তন বিষয়ক আইন ও নীতিমালায় জলবায়ু স্থানচ্যুত মানুষের অধিকারকে অন্তর্ভূক্ত করা, জলবায়ু স্থানচ্যুত মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সরকারী খাসজমি বন্দোবস্তি স্বচ্ছ, কার্যকর ও ন্যায়সঙ্গত করা, অকৃষি খাস জমি জলবায়ু স্থানচ্যুত মানুষের জন্য বরাদ্দপ্রদান এবং জলবায়ু স্থানচ্যুত মানুষের জন্য কার্যকরপ্রত্যাবর্তন, স্থানান্তর ও পুনর্বাসন কর্মসূচিগ্রহন ও বাস্তবায়ন করার জন্য ইপসারএ্যাডভোকেসি উদ্যোগকে স্বাগত জানান।

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics