কার্বন ডাই অক্সাইডের সাতকাহন

তানভীর হোসেন

কার্বন ডাই অক্সাইড একটি দূর্লভ মৌলিক গ্যাস, যা পৃথিবীর বায়ুমন্ডলের আয়তনের মাত্র ০.০৩% দখল করে। ১৮৫০ সাল থেকে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমান ২৮০ পিপিএম থেকে দ্রুত বেড়ে ৩৮০ পিপিএম ছাড়িয়ে গেছে। ২০১১ সালের নভেম্বরে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমান পাওয়া গেছে ৩৯০ পিপিএম। গত ১০০ বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ০.৮° সেলসিয়াস যার মধ্যে গত তিন দশকেই এর দুই-তৃতীয়াংশ পরিমান বেড়েছে। সমূদ্রের পানির তাপমাত্রাও বিভিন্ন গভীরতায় বৃদ্ধি পেয়েছে যার উদাহরনস্বরুপ বলা যায়, উপরিভাগের ৩০০ মিটার পানিস্তরের গড় তাপমাত্রা ০.৩° সেলসিয়াস এবং ৩০০০ মিটার গভীরতায় পানির গড় তাপমাত্রা ০.০৬° সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। co2

৫০০ মিলিয়ন বছর পূর্বে এর পরিমান বর্তমান সময়ের চেয়ে ২০ গুন বেশি ছিল। ১% বা এর নিম্ন মাত্রার কার্বন ডাই অক্সাইড ততটা বিষাক্ত নয়। ইহা পানিতে দ্রবনীয় এবং এতে কার্বনিক এসিড উৎপন্ন করে। নিম্ন ঘনমাত্রার কার্বন ডাই অক্সাইড বর্ণ ও গন্ধহীন। কার্বন ডাই অক্সাইড প্রপেল্যান্ট হিসেবে ও অম্লত্ব নিয়ন্ত্রনে খাদ্যে ব্যবহৃত হয়। বায়ুসংক্রান্ত সিস্টেমে বহনযোগ্য যন্ত্রপাতিতে সংকুচিত গ্যাস হিসেবে কার্বন ডাই অক্সাইড বহুলভাবে ব্যবহৃত হয়। নিদ্রাহীনতায় শ্বাস-প্রশ্বাসের হার বাড়াতে অক্সিজেনের সাথে ৫% কার্বন ডাই অক্সাইড ঔষধ হিসেবে ব্যবহৃত হয় এবং রক্তে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করতেও অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। সুপ্ত আগ্নেয়গিরির নিঃসরিত গ্যাসের চল্লিশ শতাংশই কার্বন ডাই অক্সাইড। বৃদ্ধিপ্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের প্রতি মানুষের অভিযোজনও ঘটেছে বর্তমানে। প্রতিটি মানুষ প্রতি দিন প্রায় এক কেজি পরিমান কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে।POLLUTION-SMOKE

কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে জীবনের অস্তিত্বের জন্য আবশ্যকীয় একটি গ্যাস। বানিজ্যিকভাবে গ্রীণহাউস পরিচালকেরা তাদের উদ্ভিদের স্বাস্থ্য ও বৃদ্ধির হার বাড়ানোর লক্ষ্যে সার হিসেবে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। উদ্ভিদ এবং আমাদের আদি পুরুষের আবির্ভাব হয়েছিল যখন বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমান ছিল ১০০০ পিপিএম যা আমরা জীবাশ্ম জ্বালানী দহন করেও অর্জন করতে পারবো না এবং যা বর্তমানের তুলনায় অনেক বেশি। আমাদের নিঃশ্বাসে ৪% কার্বন ডাই অক্সাইড থাকে যার পরিমান দাড়ায় ৪০০০০ পিপিএম এবং তা বর্তমান বায়ুমন্ডলীয় ঘনমাত্রার ১০০ গুন। অধিক পরিমান কার্বন ডাই অক্সাইড থাকলে উদ্ভিদের সালোকসংশ্লেষন হার ব্ররদ্ধি পায়। আবার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড থাকলে উদ্ভিদ অধিকতর ক্ষরা সহনশীল হয় কারন তাদের কার্বন ডাই অক্সাইডের জন্য অতিরিক্ত বাতাস গ্রহন করতে হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics