সুন্দরবন ও বাঘ রক্ষা প্রচারাভিযানে ২০ বিদেশি মংলায়
সুন্দরবন ও বাঘ রক্ষায় টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত রিকশা চালিয়ে ৪০০ কিলোমিটার পথ অতিক্রম করে বাগেরহাটের মংলা বন্দরে পেঁৗছেছে ৭ দেশের ২০ পরিবেশপ্রেমিক। মঙ্গলবার দুপুরে ব্যতিক্রমধর্মী এক প্রচার অভিযানে অংশ নেন তারা। বাংলাদেশ ছাড়াও এই প্রচার অভিযানে অংশ নেয় পাকিস্তান, ইংল্যান্ড, আমেরিকা, ডেনমার্ক, জার্মান ও অস্ট্রেলিয়ার ২০ পরিবেশপ্রেমিক। দেশের সমৃদ্ধ, প্রাকৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা, সুন্দরবনের বাঘ ও পরিবেশ রক্ষায় সবাই এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা।