বাঘ রক্ষায় ১ কোটি ২০ লাখ ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাব মোকাবেলায় যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে বনের বাঘ রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটি। এ খাতে ১ কোটি ২০ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাষ্ট্র। খবর ওয়াশিংটন এক্সামিনারের।
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের তথ্যমতে, বিশ্বে বর্তমানে মাত্র আড়াই হাজার বিভিন্ন প্রজাতির বাঘ রয়েছে। এর মধ্যে শুধু বাংলাদেশেই আছে ৪৪০টি, যা রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতির এ গুরুত্বপূর্ণ প্রাণীর সংখ্যাও কমে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাঘের বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দেয়া অর্থে ‘বেঙ্গল টাইগার কনজার্ভেশন অ্যাক্টিভিটি’ নামে একটি কর্মসূচি চালু করা হবে। এর লক্ষ্য বাঘের আবাসস্থল ও পারিপার্শ্বিক পরিবেশের মানোন্নয়ন। কর্মসূচির আওতায় বাঘের বর্তমান আবাসস্থলগুলো সংরক্ষণ ও সেগুলোর পরিবেশের উন্নয়নে উদ্যোগ নেয়া হবে। অনুদান-সংক্রান্ত নথির সারসংক্ষেপে এমনটি বলা হয়েছে।
সারসংক্ষেপে আরো বলা হয়, এ ধরনের পদক্ষেপের ফলে বনের প্রাকৃতিক পরিবেশ অক্ষত থাকবে, যা স্বাস্থ্যকর ও উন্নত ইকোসিস্টেম বজায় রাখতে সহায়ক হবে। এর মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় এলাকার অসহায় মানুষ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পাবে। কারণ ইকোসিস্টেম ঠিক থাকলে সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগ কমবে।
সূত্রঃ বণিক বার্তা ১০/০৫/২০১৩