আফ্রিকান হাতির ভাগ্যাকাশে বিপর্যয়ের কাল মেঘ !!

সাইফুর রহমান সুমন 

সম্প্রতি  আফ্রিকায় অনুষ্ঠিত ‘আফ্রিকান হাতি শীর্ষ সম্মেলন’ এ হাতি শিকার এবং কীভাবে আফ্রিকার হাতিদেরকে রক্ষা করা যায়, তা নিয়ে ত্রিশটি দেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। শীর্ষ সম্মেলনে ‘কনভেনশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জারড স্পেসিস’ (CITES) এর বরাত দিয়ে বলা হয়, যদি বর্তমান হারে হাতি শিকার অব্যাহত থাকে, তাহলে আগামী ১০ বছরে আফ্রিকা তার এক পঞ্চমাংশ সংখ্যক হাতি তার গর্ভ থেকে হারিয়ে ফেলবে। Elephant-Hunt

ক্রম বর্ধমান হারে হাতি নিধন এই হৃদয় বিদারক সংবাদের অবতারনা ঘটিয়েছে। এমনকি এই ধরণের সংবাদও পাওয়া যাচ্ছে যে শিকারীরা বিষাক্ত সায়ানাইড শিকারের কাজে ব্যাবহার করছে। সাম্প্রতিক এক জরিপের ফলাফল জানাচ্ছে যে, আফ্রিকার ২৭টি দেশের ৪২টি হাতি বিচরণ অঞ্চল থেকে ২০১২ সালেই প্রায় ১৫০০০ হাতি শিকারীদের হাতে মারা গেছে। আশ্চর্য বিষয় হচ্ছে , ‘কনভেনশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জারড স্পেসিস’ (CITES) দ্বারা উক্ত আফ্রিকার অঞ্চলসমূহ বেআইনি হাতি শিকারের বিরুদ্ধে প্রতিহত করার জন্য মনিটরিং করা হয়। ।বিভিন্ন জরিপের ফলাফল বিশ্লেষণে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে, আফ্রিকা মহাদেশে বিগত বছর প্রায় ২২,০০০ হাতি শুধুমাত্র শিকারিদের হাতে মারা গেছে।

‘কনভেনশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জারড স্পেসিস’ (CITES) এর সেক্রেটারি জেনারেল এই ব্যাপারে বলেন,”২০১২ সালের জরিপ হিসাবে এই মারা যাওয়া ২২,০০০ হাজার হাতি আমাদেরকে সংকটপূর্ণ পরিস্থিতির মুখোমুখি করেছে। আফ্রিকাতে হাতি শিকারের হার এখনো বেশিই রয়ে গেছে এবং এই অবস্থা চলতে থাকলে আফ্রিকান হাতি আঞ্চলিকভাবে বিপন্ন হতে খুব বেশী দিন লাগবে না। এই সংকটপূর্ণ অবস্থা মধ্য আফ্রিকাতে বেশী এবং তা অন্যান্য অঞ্চলের চেয়ে প্রায় দ্বিগুণ বেশী।”elephant 5

‘কনভেনশন ইন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জারড স্পেসিস’ (CITES) ব্যাখ্যা দিয়ে বলেছে, এবছর ইতিমধ্যে ১৮টি বড় ধরনের হাতি শিকারীদের গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে শিকারীদের সরঞ্জাম। কিন্তু এ বিষয়টি এখনো পরিস্কার নয় যে, গ্রেফতারকৃত শিকারীদের সংখ্যা বৃদ্ধি কি ইঙ্গিত করে? এটা কি উপযুক্ত আইন প্রয়োগের ফলাফল? নাকি হাতি নিয়ে এশিয়া এবং অন্যান্য মহাদেশে বাণিজ্যিক চাহিদা নাকি শিকারীদের দৌড়াত্ব? নাকি এর সাথে জড়িয়ে আছে সংশ্লিষ্ট দুর্বল সরকারি ব্যাবস্থাপনা!!

সূত্র : environmental news network

এনভাইরনমেন্টমুভ ডট কম ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics