এমসি কলেজে জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা

বর্তমান বিশ্বের বহুল আলোচিত বিষয়গুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন অন্যতম। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মাঝে যে ক’টি দেশ রয়েছে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। আর একারণেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা পেতে আমাদের এখন থেকেই কাজ করা উচিৎ। আজ বুধবার সকালে সিলেট এমসি কলেজে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালায় বক্তাদের কথায় এই বিষয়গুলোই উঠে আসে।

কর্মশালাটির আয়োজনে যৌথভাবে ছিল সিলেট এম.সি কলেজ, জেছিস, একডো ও ক্লাইমেট কাউন্সিল।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক বিজ্ঞানী ও গবেষক প্রফেসর উইল স্ট্যাফিন। তাঁর বক্তব্যে স্ট্যাফিন বলেন, বিশ্বে জলবায়ুর বিরূপ প্রতিক্রিয়ার শিকার হচ্ছে মূলত গরীব দেশগুলো। আর বাংলাদেশ রয়েছে সে তালিকায় শীর্ষে। এ পরিস্থিতি মোকাবেলায় ধনী দেশগুলোকে মূখ্য ভূমিকা রাখতে হবে। আর বাংলাদেশকে আরও সচেতন হয়ে কাজ করতে হবে। mc

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেছিস এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইন বাংলাদেশের বিশেষজ্ঞ ও বিসিএএস এর ফেলো সরদার শফিকুল আলম ও এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল হায়াতুল ইসলাম আখঞ্জি। স্বাগত বক্তব্য রাখেন একডো’র নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ।

এই বিশেষ কর্মশালাটি সিলেটের বিভিন্ন পেশাজীবীর মানুষ, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুশীল সমাজের বেক্তিবর্গের উপস্থিতিতে দারুণ সফল হয়েছে বলে আয়োজকবৃন্দ জানান।

সূত্রঃ sylhetview24.com

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading