ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য পেতে জরুরী ১২ টি ওয়েবসাইট

মোস্তফা কামাল পলাশ

পৃথিবীর যে কোন প্রান্তে চলমান ঘূর্ণিঝড়, টাইফুন কিংবা হ্যারিকেন (সব গুলোকে একত্রে বলে Tropical Cyclone, বিভিন্ন দেশে বিভিন্ন নাম) থেকে জীবন ও সম্পদ রক্ষার্থে এখনই নিজের কম্পিউটারে বুকমার্ক করে রাখুন নিচের ১২টি ওয়েবসাইট। এছাড়া সাংবাদিক ভাইয়েরা দুর্যোগ সম্পর্কে দ্রুত খবর তৈরি ও দুর্যোগ মুকাবিলার ক্ষেত্রে সরকারী প্রতিষ্ঠান সমূহ সহজেই এসব ওয়েবসাইটের তথ্য ব্যবহার করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারেন।

আমেরিকার হাওয়াই রাজ্যে অবস্থিত Pacific Disaster Center ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য মডেলে ব্যবহার করে ঘূর্ণিঝড়ের সম্ভব্য গতিপথের পূর্বাভাষ দেয় প্রায় রিয়েল টাইম (প্রতি ঘণ্টায় আপডেট হয়)।
১) http://atlas.pdc.org/atlas/?id=6074
pacific disaster center
নির্দিষ্ট করে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে সংঘটিত ঘূর্ণিঝড় এর রিয়েল টাইম পূর্বাভাষ পাওয়া যাবে ২ নম্বর ওয়েবসাইট থেকে। Tropical Cyclone Formation Indian Ocean Basin (National Oceanic and Atmospheric Administration (NOAA) কর্তৃক পরিচালিত
২) http://www.ssd.noaa.gov/PS/TROP/TCFP/indian_ocean.html
noaa
৩ নম্বর ওয়েবসাইটটি ২ নম্বর সাইটের পূর্নাঙ্গ রূপ (Tropical Cyclone Formation Probability Guidance Product) যেখানে পৃথিবীর যে কোন স্থানের ঘূর্ণিঝড়, হ্যারিকেন, বা টাইফুন এর রিয়েল টাইম পূর্বাভাষ পাওয়া যাবে।
৩) http://www.ssd.noaa.gov/PS/TROP/TCFP/index.html
TCFPGP
৪ নম্বর ওয়েবসাইট (Real-Time Hurricane Information Around the Globe) হতেও পৃথিবীর যে কোন স্থানের ঘূর্ণিঝড়, হ্যারিকেন, টাইফুন এর রিয়েল টাইম পূর্বাভাষ পাওয়া যাবে।
৪) http://www.hurricanezone.net/#02b
hurricanezone
৫ ওয়েবসাইটটি আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত ও প্রতিষ্ঠানটির নাম Joint Typhoon Warning Center (JTWC)
৫) http://www.usno.navy.mil/JTWC/
jtwc
৬ নম্বর ওয়েবসাইটটি আমেরিকার University of Wisconsin-Madison বিশ্ববিদ্যালয়ের এর Cooperative Institute for Meteorological Satellite Studies কর্তৃক পরিচালিত
৬) http://tropic.ssec.wisc.edu/
storm coverage
৭ নম্বর ওয়েবসাইটটি আমেরিকার National Oceanic and Atmospheric Administration (NOAA) এর সহযোগি প্রতিষ্ঠান Regional and Mesoscale Meteorology Branch কর্তৃক পরিচালিত কিন্তু জাপানের আবহাওয়া উপগ্রহ Himawari-8 থেকে চিত্র সংগ্রহ করে।
৭) http://rammb.cira.colostate.edu/ramsdis/online/himawari-8.asp
himawari 8
৮ নম্বর ওয়েবসাইটটি আমেরিকার National Oceanic and Atmospheric Administration (NOAA) কর্তৃক পরিচালিত NESDIS Tropical Cyclone Products হতে পৃথিবীর যে কোন প্রান্তে সৃষ্ট ঘূর্ণিঝড়, টাইফুন, হ্যারিকেন এর চলমান আপডেট পাওয়া যাবে
৮) http://www.ssd.noaa.gov/PS/TROP/

NESDIS

৯) নম্বর ওয়েবসাইটটি উপরে ৮ নম্বর সাইটের বিশেষ রূপ: যেখানে শুধুমাত্র বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় চলমান Tropical Cyclone 02B এর আপডেট পাওয়া যাবে
৯) http://www.ssd.noaa.gov/PS/TROP/storms/02B.html

02B
আমেরিকার University of Maryland এর Global Flood Monitoring System ওয়েবসাইট (১০ নম্বর লিংক) হতে সারা বিশ্বের বৃষ্টিপাত, বন্যা, নদীর প্রবাহ এর চিত্র পাওয়া যাবে (বর্তমান সময়ের ৩ ঘণ্টা পূর্ব পর্যন্ত; অর্থাৎ, দুপুর ১২ টায় পাওয়া যাবে সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টিপাত এর চিত্র)। এখানে উল্লেখ্য যে বর্তমানে বিশ্বের সবচেয়ে নিখুঁত কৃত্রিম উপগ্রহ হলো Global Precipitation Measurement (GPM) ।
১০) http://flood.umd.edu/
rainfall
প্রতি ৩০ মিনিট অন্তর সারা বিশ্বের বৃষ্টিপাতের চিত্র পাওয়া যাবে ১১ নম্বর ওয়েবসাইট থেকে। এই চিত্র তৈরি করা হয় অনেক গুলো কৃত্রিম উপগ্রহ হতে সংগৃহীত চিত্র ব্যবহার করে। তাই এই চিত্র গুলোর নামকরণ করা হয়েছে Integrated Multi-satellite REtrievals for GPM (IMERG) Early Run Half-Hourly Image হিসাবে।
১১) http://trmm.gsfc.nasa.gov/trmm_rain/Events/ATLA/latest_big_half_hourly_gridded.jpg

এবং এই সাইটটি http://pmm.nasa.gov/gpm/imerg-global-image
IMREG
আমরা সকলেই জানি ঘূর্ণিঝড়ের সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আর অতিবৃষ্টি ভূমিধ্বসের অন্যতম প্রধান কারণ। ১২ নম্বর ওয়েবসাইট হতে প্রায় রিয়েল টাইম ভূমিধ্বস পূর্বাভাষ পাওয়া যায়। এই ওয়েব সাইটটিও আমেরিকার National Oceanic and Atmospheric Administration (NOAA) কর্তৃক পরিচালিত।
১২) http://pmm.nasa.gov/trmm/flood-and-landslide-monitoring

TRMM
আশা করছি উপরের ১ ডজন ওয়েবসাইট হতে তথ্য সংগ্রহ করে নিজেদের জীবন ও সম্পদের রক্ষা করতে পারবেন অন্যের উপর নির্ভর না করে। সেই সাথে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান, ও ত্রাণ বিতরণের সাথে জড়িত সরকারি প্রতিষ্ঠানের সাথে জড়িত মানুষরা নিজেদের প্রফেশনাল কাজে লাগাতে পারবেন।

“Those who have the privilege to know have the duty to act.”
― Albert Einstein

================================
লেখকঃ
পিএইচডি গবেষক
পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান বিভাগ
ওয়াটারলু বিশ্ববিদ্যালয়, ওন্টেরিও, কানাডা
E-mail: kamaluw@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading