দেশে প্রথমবারের মতো প্রাণীতে কৃত্তিম অঙ্গস্থাপন; মন্টু ফিরে পেলো তার হারানো পা !!!

মোঃ সাইফুল ইসলাম সোহেল

দেশে প্রথমবারের মতো কোন প্রাণীতে কৃত্রিম অঙ্গস্থাপন সম্পন্ন হলো। শনিবার, ২৬ জানুয়ারী বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে  সিভাসু এনিম্যাল ওয়েলফেয়ার নামক একটি সংগঠনের উদ্যোগে এ অঙ্গস্থাপন সম্পন্ন হয়। এদিন উক্ত সংগঠনের উদ্বোধন অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতেই এমন নজিরবিহীন উদ্যোগ নেয় সগঠনটি। উদ্ধোধনী অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. রাশেদুল আলম, মন্টু নামের একটি কুকুরে কৃত্রিম পা প্রতিস্থাপন করেন।Dr. rashed

বছর খানেক আগের কথা। চট্টগ্রামস্থ পাহাড়তলী ট্রেন স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে একটি পা ক্ষতিগ্রস্থ হয় কুকুর মন্টু’র। এক হৃদয়বান ব্যক্তি কুকুরটির কষ্ট বুঝে সেটিকে নিয়ে আসেন চট্টগ্রামস্থ ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) টিচিং হাসপাতালে। চিকিৎসার স্বার্থে তার পা কেটে ফেলা হয়। এরপর থেকেই থেকে সেটি হয়ে যায় সিভাসু পরিবারের একজন সদস্য। সিভাসু ক্যাম্পাসের পরিচিত মুখ হয়ে ওঠে মায়াবী চেহারার কুকুর মন্টু। তাকে দিয়ে করানো হয় যাবতীয় শরীরবিদ্যা ও মেডিসিনাল পরীক্ষা। ই.সি.জি, ইঞ্জেকশন পুশ, ব্লাড কালেকশন ইত্যাদি করা হয় মন্টুর উপর।montu leg

বিশ্ব ভেটেরিনারি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় এনিম্যাল ওয়েলফেয়ারের উপর মূল প্রবন্ধ উপস্থাপনের পরপরই কৃত্রিম পা লাগিয়ে উদ্ধোধন করা হয় সিভাসু এনিম্যাল ওয়েলফেয়ার সংগঠনটির। এতে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. কবিরুল ইসলাম খান, ফুড সায়েন্স অনুষদের ডিন ড. পরিতোষ কুমার বিশ্বাস, প্রক্টর ড. আলমগীর হোসেন, প্রফেসর ড. রাশেদুল আলম, প্রফেসর গৌতম দেবনাথ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ জহুরুল ইসলাম ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল হাই।

লেখক: ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন

১৫তম ব্যাচ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়।

তথ্য ও ছবি দিয়ে সহায়তা করেছেণ কাজী ফকরুল ইসলাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading