
বন্ধু হলো ই. কলাই ব্যাকটেরিয়া !!!
সাবেরা সায়মা
ডায়রিয়া সহ নানা রোগের সৃষ্টির কারণ জীবাণু ই. কোলাই বা E.coli যার ফলে আমরা ফুসফুস ও মূত্রাশয়ের রোগে ভুগে থাকি। তবে, সম্প্রতি বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করছেন অন্য রোগ সৃষ্টির জন্য দায়ী ব্যাকটেরিয়া Pseudomonas aeruginosa ধংসের কাজে। এই রোগ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া মানবদেহের গ্লায়কোপ্রটিনের এক আঠালো স্তর (slime layer)গঠন করতে সক্ষম।এই স্তর ডিএনএ,শর্করা এবং প্রোটিন দিয়ে তৈরি ,আঠালো স্তর দিয়ে ঢাকা এবং ব্যাকটেরিয়া গুলো খুব সহজেই এন্টিবায়োটিক এবং তাদের জন্য ক্ষতিকারক পদার্থ বা রাসায়নিক বস্তুর বিরুদ্ধে নিজেকে লুকিয়ে ফাঁকি দিয়ে বেচে থাকতে পারে।
প্রচলিত চিকিত্সাবিদ্যায় তাই এর দ্বারা উদ্ভাবিত রোগের চিকিত্সা করা অনেক কঠিন। শুধু তাই নয়, এই রোগ সৃষ্টিকারী আঠালো ব্যাক্টেরিয়া Biofilm তৈরি করে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতির গায়ে এমন কি মূত্রনিষ্কাশনযন্ত্রে লেগে থাকতে পারে । ড.ম্যথিও উক চ্যাং ( Assistant Professor, NTU) এবং তার সহযোগীরা গবেষনা করে তৈরি করেছেন এমন এক পুনঃঅনুক্রম পদ্ধতি যা কিনা ই. কোলাই এর কাজ অনেকটা অ্যাকশান সিনেমার নায়কদের মতো চমকপ্রদ করে তুলেছে। এটি ক্ষতিকর আঠালো Pseudomonas aeruginosa ব্যাকটেরিয়াগুলোকে সনাক্ত করতে এবং মেরে ফেলতে সক্ষম।এদের প্রধান অস্ত্র হলো anti micribial peptide ( খুবই অল্প ওজন বিশিষ্ট দেহসার বা Protein )এবং উত্সেচক(Enzyme)যার মাধ্যমে এই Biofilm কে ধ্বংস করে ফেলে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে এই E.coli অন্য রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস এ কাজে লাগানো যাবে।
এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক