চীনে ভয়াবহ ভূমিকম্পে নিহত ৭৫
চীনের পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত করেছে। এতে কমপক্ষে ৭৫ জনের মৃত্যু হয়েছে এবং চারশরও বেশি মানুষ আহত হয়েছে। রিখটার স্কেলে ৬.৬ মাত্রার এই ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল ডিংশি শহর ও তার আশেপাশের দুর্গম পার্বত্য এলাকা। খবর বিবিসি ও এনডিটিভির।
গতকাল সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ৮টায় গানসু প্রদেশের রাজধানী ল্যানঝউ থেকে ১৭০ কিলোমিটার দূরে মিনজিয়ান ও ঝ্যাংজিয়ান জেলায় ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৯৮ ছিল বলে জানিয়েছে। সকাল সোয়া ৯টার দিকে একই এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়। গানসুর ভূমিকম্প দপ্তর জানিয়েছে, ১২ শতাধিক ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং ২১ সহস্রাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিনজিয়ান নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে শহরের অধিকাংশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মেইচুয়ান ও পুমা এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় পোল ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক স্থানে মোবাইল ফোন নেটওয়ার্কও কাজ করছে না। ডিংশি শহরেরও বহু ঘরবাড়ি ভূমিকম্পে ভেঙে পড়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। অগ্নিনির্বাপক বাহিনীসহ দুই হাজার সেনা সদস্য, ৫০ জন চিকিত্সক, দুটি হেলিকপ্টার এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর প্রায় ৩০০ সদস্যকে দুর্গত এলাকায় উদ্ধার কাজে পাঠানো হয়েছে। নিহতদের বেশিরভাগই বৃদ্ধ এবং শিশু যারা ধসে পড়া বাড়িঘরের নীচে আটকা পড়ে। জরুরি উদ্ধার কাজের জন্য ওই এলাকায় শ’ শ’ ত্রাণকর্মী পাঠানো হয়েছে। তবে ভূমিধসের ফলে বহু সড়ক বন্ধ হয়ে আছে। ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে এক শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।