গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র উদ্যোগ; উদ্ধার পেল আটটি বক
আজ সিলেট নগরীর পাঠানটুলাস্থ ‘জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল’র সামনে থেকে গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র সদস্যরা উদ্ধার করেন আটটি বক। এসময় জালাবাদ থানা’র তিন সদস্যের একটি টিম উপস্থিত ছিল। আটটি বক’কে উদ্ধারের পর জালালাবাদ থানার অধীনে রাখা হয়েছে। জানা যায়, আগামীকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে এই বক পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করে দেওয়া হবে।
এ ব্যাপারে সংগঠনটির প্রতিনিধিদলের সদস্য জনাব এস এম তানভির আহমাদ জানান, ‘কয়েকদিন আগে আমরা এই পাখি বিক্রেতাকে মদিনা মার্কেটে বক পাখি বিক্রি করতে দেখি। এ সময় আমরা ঐ পাখি বিক্রেতাকে পাখি বিক্রি করতে না বলি। সে আর কোনোদিন পাখি বিক্রি করবে না বলে জানায়। কিন্তু আজ (শনিবার) আবার সে বকপাখি নিয়ে আসলে বাপা এবং পুলিশের সহযোগীতায় পাখি সহ লোকটাকে আটক করা হয়”।
এ ব্যাপারে সিলেট বাপা’র সাধারন সম্পাদক আব্দুল করিম কিম বলেন, ‘ আমরা সকলেই যদি আমাদের আশপাশের এই সকল অনিয়ম সম্পর্কে সজাগ থেকে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলেই সুন্দর প্রকৃতি গড়ে তোলা সম্ভব’।
উল্লেখ্য , বিগত সময়েও গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে প্রতিনিধিদলের অন্য সদস্য মাসুম বিল্লাহ ও হাসান আহমেদ জানান আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তবে সবার আগে সাধারন মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন বলে অভিমত জানান সংগঠনটির এই দুই সদস্য।
এনভাইরনমেন্টমুভ ডটকম