
গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে আফ্রিকান সিংহ ও বাঘ
গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে গত মঙ্গলবার সাতটি সিংহ ও ছয়টি রয়েল বেঙ্গল টাইগার অবমুক্ত করার জন্য নিয়ে আসা হয়েছে। সন্ধ্যা পৌনে ৬টায় বাঘ ও সিংহগুলোকে পার্কের নির্ধারিত স্থানে আবদ্ধ এলাকায় রাখা হয়। পার্কের প্রকল্প পরিচালক ড. তপন কুমার দে বন্যপ্রাণিগুলোকে পার্কের ওই আবদ্ধ ঘরে রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কর্মকর্তা আনোয়ার হোসেন ও কৃষ্ণ কুমার প্রমুখ।
প্রকল্প পরিচালক ড. তপন কুমার দে জানান, দণি আফ্রিকার বেসরকারি প্রাণী প্রজনন খামার থেকে ছয়টি বাঘ ও সাতটি সিংহ শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে আনা হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রাণীগুলো কার্গো বিমানে শাহজালাল বিমানবন্দরে আনা হয়। কিছু দিনের মধ্যেই বাঘ ও সিংহগুলোকে উপযোগী পরিবেশে অবমুক্ত করা হবে। এ ছাড়া গত সপ্তাহে পার্কে ১১টি কুমির ও চারটি হাতি অবমুক্ত করা হয়েছে। কুমির
ও হাতিগুলো আনা হয়েছে ভারত থেকে।
আগামী মাসের মাঝামাঝি সময় প্রধানমন্ত্রীর পার্কের উদ্বোধন করার কথা রয়েছে। ২০১০ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
সূত্রঃ দৈনিক নয়া দিগন্ত (২৯/০৪/২০১৩)