
শাবিপ্রবিতে প্রথমবারের মত অবমুক্ত হলো পাখি
কথা ছিল, দিনের বেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ‘পাখি’ গুলোকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পাখিগুলো জালালাবাদ থানায় জিম্মি অবস্থায় ক্রমশই যখন অসুস্থ হয়ে পড়ে তখন গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র মাধ্যমে রাতেই (শনিবার রাত ১২.৩০ মিনিট) তা অবমুক্ত করে দেওয়া শাবিপ্রবি’র মুক্ত প্রকৃতিতে। এ সময় জালালাবাদ থানার কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান রুবেল, সাংগঠনিক সম্পাদক এস এম তানভির আহমাদ, সহ সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, কোষাধ্যক্ষ হাসান আহমেদ এবং মেহেদী হাসান মজুমদার।![IMG_7539[1]](http://dev.environmentmove.earth/wp-content/uploads/2013/09/IMG_75391.jpg)
উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতন পাখি অবমুক্ত করা হল। এর আগে কখনো এভাবে বন্যপাখি অবমুক্ত করা হয়নি বলে জানা যায়। বিশ্ববিদ্যালয়ের কিলোরোড খ্যাত রাস্তার পাশে অবস্থিত জলাধারে এই আটটি বকপাখিকে অবমুক্ত করা হয়। আশা করা হচ্ছে, জলাধারের আশপাশের গাছপালা সমৃদ্ধ পরিবেশ এবং এই জলাধারের মাছ – অবমুক্ত করা পাখিগুলোকে বেচে থাকতে সাহায্য করবে।
এ ব্যাপারে গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন, ‘ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি একটু সদয় হয়ে বিশ্ববিদ্যালয়ে পরিবেশবান্ধব গাছ লাগানো এবং লেক খননের কাজ শুরু করে দেয় তাহলে আমাদের ক্যাম্পাস এই ধরনের পাখির জন্যে অভয়াশ্রম হবে’।
শাবিপ্রবি’র জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে গ্রিন এক্সপ্লোর সোসাইটি শুরু থেকেই নানামুখী পদক্ষেপ নিয়ে আসছে। সম্প্রতি শাবিপ্রবি’র নবনিযুক্ত উপাচার্যের সাথে দেখা করে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
এর আগে গতকাল সিলেট নগরীর পাঠানটুলাস্থ ‘জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল’র সামনে থেকে গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র সদস্যরা উদ্ধার করেন আটটি বক।
এনভাইরনমেন্টমুভ ডটকম



