কেমন করে হয় বট মাছির বংশ বৃদ্ধি !!!???

ঋজু আজম

ছবিটি দেখলে কেমন গা গুলিয়ে ওঠে । আমরা সবাই জানি মাছি বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে ওস্তাদ । কিন্তু এই বট মাছি (Bot fly) তার চেয়েও এক ধাপ এগিয়ে । বট মাছি নামের এই মাছিটির বংশ বৃদ্ধি অত্যন্ত ভয়ংকর রকমের প্রক্রিয়ায় হয় । এরা নিজেদের বংশ বৃদ্ধির জন্য বেঁছে নেয় অন্য কোন প্রাণীর শরীর এমনকি মানুষও ।bot

বট মাছি ডিম ছাড়ার জন্য ও ডিম ফুটে বেরন বাচ্চার খাবারের জন্য সহজ উপায় স্বরূপ অন্যের ত্বক ফুট করে তাতে এক বা একাধিক ডিম ছেড়ে দেয় । তারপর ডিম বহন কারী শরীর থেকে তাপ নিয়ে সেই ডিম ফুটে লার্ভা জন্ম হয় । লার্ভা বহন কারীর শরীরের অংশ খেয়ে বড় হতে থাকে এবং পূর্ণ বয়স হলে বট মাছির ডিম পাড়বার সময়কার সেই ফুটো দিয়ে বেড়িয়ে আসে । প্রক্রিয়াটি খুব সহজ মনে হলেও ডিম ও লার্ভা বহন কারী সেই প্রাণীটির জন্য তা মোটেও সুখকর নয় । বট মাছির বংশ বৃদ্ধির এই পদ্ধতির ফল স্বরূপ সেই প্রাণীটিকে ত্বকে অসহ যন্ত্রণা সহ্য করতে হয় । অনেক সময় সেই প্রাণীটিকে প্রাণ পর্যন্ত দিতে হয় । bot 2
এদের ত্বকের নিচ থেকে বের করে আনা সহজ নয় । কেননা খুঁচিয়ে বের করার চেষ্টা করতে গেলে লার্ভা ভীতরেই মরে যেতে পারে ফলে ক্ষততে সংক্রামণ হতে পারে । তাই সাধারণত মানুষ বট মাছির লার্ভা চামড়ার নিচ থেকে বের করতে ডিম পাড়ার জন্য বট মাছির করা ফুটোতে প্রলেপ দিয়ে রাখে যাতে ফুটো দিয়ে কোন ভাবে অক্সিজেন ভীতরে যেতে না পারে । ফলে লার্ভা শ্বাস বন্ধ হয়ে মারা যায় । এর পর খুব সতর্কতার সাথে লার্ভা টেনে বের করতে হয় । সাবধান থাকতে হয় যেন মরা লার্ভা ভীতরে ছিড়ে না যায় । ibotfly001p4
সত্যি ভয়ঙ্কর এর বংশ বৃদ্ধি । তাই বট মাছি থেকে সাবধান । এদের বসবাস দক্ষিণ অ্যামেরিকায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics