নীলকান বসন্ত

Blue-eared_Barbet_(Megalaima_australis_cyanoticus)নীলকান বসন্ত বা সবুজাভ বসন্তবৌরি ( Megalaima australis) ( ইংরেজি  Blue-eared Barbet ) কাপিটনিডি পরিবারের অন্তর্ভুক্ত মেগালাইমা গণের এক প্রজাতির বিরল পাখি । এরা বাংলাদেশের স্থানীয় পাখি । এদের  বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দেখতে পাওয়া যায় ।  আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা Least Concern বা আশংকাহীন  বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

নীলকান বসন্ত আকারে ১৭ থেকে ১৮ সে মি হয়ে থাকে । এদের গলা ছোট , মাথা বড় আকৃতির ও লেজ ছোট হয় । এদের দেহের রঙ সবুজ । ঠোঁট গাঢ় বর্ণের হয় । পুরুষ পাখির গলা দেখতে কমলা বর্ণের । এদের কানের উপর ও নিচে লাল রঙ দেখতে পাওয়া যায় । স্ত্রী পাখির মাথা মলিন বর্ণের হয় । এদের কানের চারপাশে গাঢ় কমলা দেখতে পাওয়া যায় । অপ্রাপ্তবয়স্ক পাখির মাথা সবুজ রঙের এবং কান ও গলা নীল রঙের  হয় ।

নীলকান বসন্ত পাখিদের সহজে দেখতে পাওয়া যায় না । এদের সাধারনত চিরসবুজ বনে  দেখতে পাওয়া যায় । এরা গাছের গর্তে বাসা বানায় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics