আসছে ডিসিইসি ক্রিয়েটিভ আইডিয়া কন্টেস্ট – ২০১৩

ঢাকা কলেজ আর্থ ক্লাব (ডিসিইসি) এর পক্ষ থেকে প্রথম বারের মত দেশব্যাপী স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ‘ ডিসিইসি ক্রিয়েটিভ আইডিয়া কন্টেস্ট বা সৃষ্টিশীল ধারণা প্রতিযোগিতা-২০১৩,  মূলত পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে এবং পরিবেশ রক্ষায় উপযোগী নতুন নতুন পরিকল্পনা খুঁজে বের করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

পরিবেশ রক্ষায়  অবদান রাখতে পারে এমন , পরিবেশ দূষণ রোধে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারে – এমন সব পরিকল্পনারই/প্রোজেক্ট আইডিয়ারই সন্ধান করা হচ্ছে । দেশের যে কোন প্রান্তের যে কোন স্কুল এবং কলেজের যে কোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে । স্কুল ও কলেজ দুইটি ভিন্ন গ্রুপে পরিকল্পনা জমা নেয়া হবে । প্রতিযোগিতায় পরিকল্পনা জমাদানের শেষ তারিখ নভেম্বর মাসের ৩০ তারিখ । উক্ত সময়ের মাঝে পরিকল্পনাটি প্রতিযোগীর নাম , ঠিকানা , মোবাইল নাম্বার , শ্রেণী , শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ ই-মেইলে সর্বাধিক ৫০০ শব্দের মাঝে লিখে জমা দিতে হবে এই ঠিকানায় – dcec.dc.bd@gmail.com ।  প্রয়োজন  অনুসারে ছবিও যুক্ত করা যাবে ।dhaka college earth club

পরিকল্পনা এককভাবে অথবা সর্বাধিক দুই জনের একটি দল করে জমা দেয়া যাবে । পরিকল্পনা তিনটি ক্যাটাগরিতে জমা দেয়া যাবে । ক্যাটাগরি তিনটি হল – ১. শক্তি এবং পুনঃনবায়ন , ২. জীববিজ্ঞান ও জৈব প্রযুক্তি এবং ৩. পরিবেশ ও বাস্তুতন্ত্র । তিনটি ক্যাটাগরি ব্যতীত যে কোন পরিকল্পনাই বাতিল বলে গণ্য হবে তবে পরিকল্পনাটি যদি এমন হয় যে তা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখতে পারবে তাহলে তা জমা দেয়া যাবে । প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য কোন রেজিস্ট্রেশন ফি’র প্রয়োজন নেই । স্কুল ও কলেজ বিভাগে তিন ক্যাটাগরিতে সেরা পরিকল্পনা গুলোকে পরবর্তীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে ।

পরিকল্পনাগুলো যে সকল ধাপ অনুযায়ী বিচার করা হবে – পরিকল্পনার নতুনত্ব (২০ নাম্বার) , সহজ ও সাবলীলভাবে উপস্থাপন (২০ নাম্বার) এবং চিত্র (১০ নাম্বার) । প্রতিযোগিতার অফিসিয়াল পার্টনার জনপ্রিয় বিজ্ঞান সাময়িকী – জিরো টু ইনফিনিটি। অফিসিয়াল ওয়েব পার্টনার পরিবেশ- প্রকৃতি- বন্যপ্রাণী বিষয়ক স্বতন্ত্র ওয়েব মিডিয়া – এনভাইরনমেন্টমুভ ডটকম। অনলাইন মিডিয়া পার্টনার প্রযুক্তি বিষয়ক নিউজ পোর্টাল – ইখবর ডটকম ,এবং পরিবেশ বিষয়ক নিউজ পোর্টাল গ্রীনম্যাগজ ডটইনফো এবং বিডিএনভাইরনমেন্ট ডটকম।

প্রতিযোগিতার বিস্তারিত জানতে এবং যেকোনো প্রয়োজনে যোগাযোগ করা যাবে – তাহমীদ , ০১৮১৬৭৪৫৬২২ ,  tahmid_sakif@yahoo.com

ঢাকা কলেজ আর্থ ক্লাব (ডিসিইসি) এর ফেসবুক পেজ লিঙ্ক – https://www.facebook.com/dcec.dc

‘ডিসিইসি ক্রিয়েটিভ আইডিয়া কন্টেস্ট – ২০১৩’ এর ফেসবুক ইভেন্ট লিঙ্ক –  https://www.facebook.com/events/182922725232958/?source=1

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics