গোলাপি হাস

800px-RhodonessaGronvoldগোলাপি শির বা গোলাপি হাঁস (Rhodonessa caryophyllacea) (ইংরেজি  Pink-headed Duck) অ্যানাটিডি পরিবারের রোডোনিসা গণের অন্তর্ভুক্ত এক প্রজাতির বিলুপ্ত-প্রায় হাঁস । এরা বাংলাদেশের স্থানীয় পাখি । বাংলাদেশের ঢাকা রাজশাহী সিলেট ও খুলনা অঞ্চলে এদের এক সময় দেখতে পাওয়া যেতো । ধারণা করা হয়, ১৯৫০ সালের আগেই এরা বিলুপ্ত হয়ে গেছে।  আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে মহাবিপন্ন (Critically endangered) বলে ঘোষণা করেছে । বাংলাদেশে এরা বিলুপ্ত বা Extinct বলে বিবেচিত।

গোলাপি শির লম্বায় ৪১ থেকে ৪৩ সে মি হতে পারে । এদের ওজন ৭৯৩ থেকে ১৩৬০ গ্রাম হয়ে থাকে । এদের লম্বা গলা , লম্বা ঠোঁট ও উঁচু মাথা আছে । পুরুষ হাঁসটির ঠোঁট মাথা ও গলা গোলাপি রঙের । স্ত্রী হাঁসটির মাথা ও গলা দেখতে ফেকাশে গোলাপি রঙের হয়ে থাকে । এদের ঠোঁট ফেকাশে বর্ণের হয় । এই প্রজাতির হাঁসের দেহের সামনের কালো অংশ সরু নলের মতো বর্ধিত হয় । ডানায় সাদা রঙ দেখতে পাওয়া যায় । অপ্রাপ্তবয়য়াকদের মাথা দেখতে সাদা এবং গোলাপি রঙের চিহ্ন থাকে না।

গোলাপি শিরের খাদ্যাভ্যাস সম্পর্কে তেমন কিছু জানা যায় নি । তবে ধারনা করা হয় যে , এরা জলজ উদ্ভিদ ও শামুক খেতো । এরা পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করতো । এরা ছোট ছোট দলে চলাফেরা করতো । বিশেষ করে শীতকালে এদের ছোট দলগুলো দেখতে পাওয়া যেতো ।

গোলাপি শিরের প্রজনন মৌসুম শুরু হতো এপ্রিলে । শুকনো ঘাস ও পালক দ্বারা এরা বাসা বানাতো । ঘন ঘাসের আশেপাশে এরা বাসা বানাতো । স্ত্রী হাঁসটি ৬ থেকে ৭ টি ডিম পাড়তো । ডিমগুলো দেখতে ধবধবে সাদা । পুরুষ ও স্ত্রী উভয়ই ডিমে তা দিতো ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics