বনের গভীরে…… বন কোকিল……
নাজমুল সনজী
রোযার ঈদ এর পরেই গিয়েছিলাম কাপ্তাই-রাঙ্গামাটি ভ্রমণে। শুভলং বাজারের প্রায় ১০০০ ফুট উচুতে পেয়ে গেলাম বন কোকিলের দেখা যার অপর নাম সবুজ ঠোঁট মালকোহা। সে বসে ছিলো পাহাড়ের ঢাল থেকে অনেকটা দূরে। ছবি তুলতে বেশ সমস্যা হওয়ার পরো একটি ভালো মানের ছবি তুলতে সক্ষম হলাম খানিকটা ঘাম ঝরানোর পর। সবুজঠোঁট মালকোআ বা বন কোকিল (বৈজ্ঞানিক নাম: phaenicophaeus tristis) কোকিল প্রজাতির লম্বা লেজের পাখি। পাহাড়ি বন ও প্রাকৃতিক বনগুলোতেই বেশি দেখা যায় এদের।
পাখিটি দেখতে ধূসর সবুজ রঙের এবং লেজ অনেক লম্বা, ফলে এরা খুব দ্রুত চলাচল করতে পারে না। লম্বায় ৫১ সেমি যার মাঝে লেজটি ৩৮ সেমি হয়, ওজন ১১৫ গ্রাম। নানা প্রকারের ফড়িং, গিরগিটি এবং ছোট পাখির ডিম এদের প্রধান খাদ্য।বুদ্ধিমান, সাহসী এবং লড়াকু স্বভাবের পাখি এরা। গিরগিটি, নির্বিষ সাপ, ব্যাঙ, তক্ষক ইত্যাদি যথেষ্ট কৌশল খাঁটিয়ে শিকার করে এরা। পায়ের ব্যবহার এরা ভালোই জানে। বন কোকিল কি-কি-কি করে উচ্চ স্বরে ডাকে। চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের প্রায় সব বনেই এদের বসবাস।