“মহাসেন” সাইক্লোনে আপনার গৃহপালিত প্রাণীটি কি করবেন?
ট্রপিক্যাল সাইক্লোন “মহাসেন” নিয়ে অনেক সচেতনতার কথা বলা হয়েছে, যা সত্যি আশা জাগানোর মত। তবে সবকিছুর সাথে আপনার গৃহ- পালিত পশুটির (গরু, ছাগল অথবা পোষা কুকুর বিড়াল) কথা একবার চিন্তা করবেন বলে আশা করছি। বিভিন্ন অ্যানিম্যাল ওয়েল ফেয়ার সংস্থার মতে নিম্নোক্ত বিষয় সমুহ খেয়াল রাখা জরুরীঃ
১) প্রথমত মনে রাখবেন, আমাদের দেশে দুর্যোগের সময় প্রাণীর জন্য কোন নিরাপদ আশ্রয়স্থল এর বাবস্থা নেই।
২) যদি বাক্তিগতভাবে আপনার প্রাণীর (গবাদি পশু) জন্য নিরাপদ বাবস্থা করা সম্ভব হয়, তাহলে তাড়াতাড়ি করুন, অনেক ক্ষেত্রেই দেরি করে সেটা সম্ভব হয় না।
৩) যদি প্রাণী গুলোকে নিরাপদ স্থানে সরানো সম্ভব না হয়, তাহলে আপনার খামারে অথবা বাড়িতে খোলাভাবে শান্ত যায়গায় রেখে যান। ঝড়ের সময় শক্ত কোন একচালা/ ঘরের মধ্যে রাখতে পারেন। কখন ও শক্ত করে বেধে যাবেন না। তাদের যথেষ্ট খড় বা কাচা ঘাস রেখে যান।
৪) সর্বোপরি যদি তাদের ফেলে আসেন, তাহলে এমন ভাবে রেখে আসুন যেন তারা নিজেদের বাবস্থা নিজেরা করতে বা করার চেষ্টা করতে পারে। আপনার প্রাণীর গায়ে রেখে আসার আগে কোন চিহ্ন দিতে পারেন, যা পরবর্তীতে চিনতে সাহায্য করবে।
৫) পোষা প্রাণী যেমন কুকুর, বিড়াল সাথে আনতে পারলে ভালো, যদি না পারেন তাহলে ছোট ঘর (বাথরুম, স্টোর হাউস ইত্যাদি) গুলোতে রাখতে পারেন। তবে তাদের পাশে উচ্চ কোন জিনিস যেমন টেবিল রেখে আসবেন। যথেষ্ট খাবার পানি ও শুকনো খাবার দিতে ভুলবেন না।
www.envaironmentmove.com