অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হল ড. কুদরত-ই-খুদা বাবুর আর্টিকেল
ফারজানা হালিম নির্জন
পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং শ্রেষ্ঠতম,অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ইয়ারবুক অব ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল’ শীর্ষক গবেষণা জার্নালটির চলতি সংখ্যায় (ভলিউম ২২,ইস্যু ১) বাংলাদেশের ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউ.আই.টি.এস) আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. কুদরত-ই-খুদা বাবুর লেখা একটি বুক রিভিউ আর্টিকেল আকারে প্রকাশিত হয়েছে। আর্টিকেলটির মূল বিষয়বস্তু ছিলো, ‘ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল উইথ বাংলাদেশ পার্সপেক্টিভ’।
এই জার্নালটির হার্ডকপির দাম বাংলাদেশি টাকায় প্রায় ২০,৫০০ টাকা!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘আইন ও বিচার বিভাগ’ থেকে কৃতিত্বের সাথে অনার্স,মাস্টার্স ডিগ্রী এবং ‘ইন্সটিটিউট অব বাংলাদেশি স্টাডিজ’ (আই.বি.এস) থেকে পি.এইচ.ডি করে বর্তমানে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’-এর আন্তর্জাতিক সদস্য হিসেবে কাজ করছেন। এর পাশাপাশি তিনি বিশ্ব পরিবেশবাদীদের সংগঠন ‘গ্রীনপিস ইন্টারন্যাশনাল’এর ক্লাইমেট এক্টিভিস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবনে বিভিন্ন স্কলারশিপ ও ফেলোশিপ পাওয়া ড.কুদরত-ই-খুদা বাবু শিক্ষকতার পাশাপাশি দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোতে শিক্ষা,আইন,রাজনীতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে নিয়মিত কলাম লেখেন। এছাড়াও বিভিন্ন জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সেমিনারে তিনি প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর লেখা দুটি বই, ল অব ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং কোম্পানি আইন,আসছে বছর জার্মানী থেকে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
সমাজের সাথে আইনের পারস্পরিক আস্থাযোগ্য সম্পর্ক প্রতিষ্ঠা,বিশ্বপরিবেশ,মানবাধিকারের মত উল্লেখযোগ্য পর্যায়গুলোতে জোরালো অবস্থান নেয়া ড.কুদরত-ই-খুদা বাবু;অক্সফোর্ড জার্নালের দ্বারপ্রান্ত ছুঁতে পারার মধ্য দিয়ে উঠে গেলেন সাফল্যের আরও একটি ধাপ।