Australian King Parrot
এই অসাধারণ সুন্দর পাখিটির নাম Australian King Parrot যার বৈজ্ঞানিক বা দ্বিপদী নাম (Alisterus scapularis)। এটি পশ্চিম অস্ট্রেলিয়ার একটি এন্ডেমিক পাখি। এরা Psittaculidae গোত্রের বা পরিবারের পাখি যা আমাদের দেশের টিয়া পাখির গোত্র।
এটি একটি পুরুষ পাখির ছবি। পুরুষ Australian King Parrot অত্যন্ত সুন্দর হয় এর মাথা, বুক, পেট টকটকে লাল হয় এবং মেয়ে পাখির মাথা ও বুক হয় সবুজ।