রামপাল নবলোকের কৃষি ও প্রযুক্তি মেলা

 ৩ রা ফেব্রয়ারী সকাল ১০টায় রামপাল উপজেলা পরিষদ চত্ত্বওে নবলোক ভিলেজ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়ে গেলো। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুব্রত কুমার সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোল্যা আঃ রউফ, ভাইস চেয়ারম্যান মোঃ হামীম নূরী,বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ জলিল, কৃষি কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ওসি কাজী দাউদ হোসেন, মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, আওয়ামীলীগ নেতা শেখ মোজাফ্ফার হোসেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, সর্দার ডাবলু, নবলোকের সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান সেতু,যুবলীগ নেতা নূরুল হক লিপন, শেখ মোয়াজ্জেম হোসেন, সিডিপি’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব, কারিতাসের মাঠ কর্মকর্তা হারুন গাজী, র্সদার বোরহানউদ্দিন, রিয়াদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন নবলোক ভিলেজ প্রকল্পের পল্লব রায়।nobolok

মেলায় নবলোকের ১০টি ইউনিয়নের জৈব সারদ্বারা উৎপাদিত কৃষি পন্য জৈব সারের মাচা, উন্নত চুলা, রেইন ওয়াটার হারবেষ্টার, দূর্যোগ সহনশীল ঘর, সিডিপি’র কৃষি ও পরিবেশ বিষয়ক প্রকাশনা, কারিতাসের কৃষি ও দূর্যোগ প্রযুক্তি প্রদর্শন করা হয়। প্রধান অতিথি বলেন রেকর্ডীয় খালের অবৈধ বাঁধ কেটে দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে কৃষির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics