বিচিত্র পাঠশালা- ১

  1. পোষা প্রাণী হিসেবে কুকুর আর বিড়ালের সাথে পাল্লা দিয়ে কেউ হয়তো পারবে না,পোষা প্রাণীর তালিকায় এদের অবস্থান পিঠাপিঠি। তবে জনপ্রিয়তার দিক থেকে কিন্তু শীর্ষে রয়েছে বাঘ। ২০০৪ সালে Animal Planet এর এক জরিপে পৃথিবীর ৭৩ টি দেশের ৫০,০০০ হাজারের বেশী দর্শক ভোট প্রদান করেন। বাঘ প্রায় ১১ হাজার ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করে নেয়।
  2. গত শতকের শুরুতে গোটা বিশ্বে বাঘের সংখ্যা ছিল এক লাখ৷ আর বর্তমানে জঙ্গলে বাঘের এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩,২০০এ।
  3. একটি ক্ষুধার্ত বাঘ একরাতে প্রায় ৬০ পাউন্ড (২৭ কেজি) মাংস সাবাড় করে দিতে পারে ।
  4. ওয়াইল্ডবিস্টের প্রজননের হার অতি উচ্চ। প্রতি বছর মাইগ্রেশন বা পরিযায়নের সময় ৪-৫ লক্ষ ওয়াইল্ডবিস্ট কুমির, সিংহ, হায়েনা প্রভৃতির শিকার হলেও প্রতি বছর এদের দলে জন্ম নেয় ৪–৫ লক্ষ নতুন সদস্য।
  5. মানুষ যেমন একজন আরেকজনকে নাম ধরে ডাকাডাকি করে ডলফিনও নাকি তেমনটা করে৷ সাম্প্রতিক এক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে ।
  6. বাংলাদেশের বন্যপ্রাণীর অভয়ারণ্য লাউয়াছরা জাতীয় উদ্যানে বিচরণ করছে ৩৭ প্রজাতির সাপ ।Beautiful-Animals-wild-animals-4249718-700-357
  7. বাংলাদেশে প্রাচীন (প্রিমিটিভ) ও আধুনিক (অ্যাডভান্স) উভয় বিভাগের অন্তর্ভুক্ত মোট ৮০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে ৫৮ প্রজাতির সাপই নির্বিষ। বাকি ২২ প্রজাতির সাপ বিষধর। আবার এই বিষধর প্রজাতিগুলোর ৪টি প্রজাতি খুবই মারাত্মক। এগুলো হচ্ছে- গোখরা, কেউটে, শঙ্খিনী ও চন্দ্রবোড়া।
  8. সবচেয়ে শক্তিশালী কে?? বাঘ?? ভাল্লুক?? না…… সবথেকে শক্তিশালী প্রাণী হলো গণ্ডার পোকা(rhinoceros beetle)!!!! নিজের ওজনের চেয়ে ৮৫০ গুণ বেশি বহন করতে পারে বলেই তাঁর গলায় এই মেডেল…
  9. সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কোনটি? সাপ? জেলিফিশ?? না। এই জায়গাটি দখল করে আছে মশা! স্ত্রী এনোফিলিস মশকী হলো সব থেকে মারাত্মক প্রাণঘাতী প্রাণী। ম্যালেরিয়া বহনকারী এ মশকীর কামড়ে বছরে এক মিলিয়নের অধিক প্রাণ বিলীন হয়।
  10. ওড়ার সময় মৌমাছির পাখনার সঙ্গে বাতাসে ভাসমান ক্ষুদ্র কণার সংঘর্ষে বিদ্যুতের সৃষ্টি হয়। এ বিদ্যুৎ মৌমাছির দেহে সঞ্চিত হয়। আর এই বিদ্যুতের কারণেই মৌমাছি মাকড়সার জালে সহজে আটকা পড়ে। নতুন এক গবেষণার পরিপ্রেক্ষিতে সায়েন্টিফিক রিপোর্টার্স সাময়িকীতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
  11. কথায় আছে ‘হাতি মরলেও লাখ টাকা’ হাতির দাঁতের যা দাম তার তুলনায় অন্য কোনো প্রাণীর সারা দেহও তুচ্ছ । এই দাঁতের লোভেই প্রতি বছর হত্যা করা হয় কমপক্ষে ৩০ হাজার হাতি ।
  12. নবজাতক ক্যাঙ্গারু শিশুকে তার মা নিজের থলিতে একটানা ২৩৫ দিন বহন করে।
বিচিত্র পাঠশালা এনভাইরনমেন্টমুভ ডটকম- এর ধারাবাহিক আয়োজন। প্রাণীজগৎ ,প্রকৃতি কিংবা পরিবেশ সম্পর্কে আরও মজার মজার তথ্য জানতে আমাদের সাথেই থাকুন……

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics