প্রাণীজগতে গিনিস রেকর্ড !!!!!

সবচেয়ে দ্রুত গতির স্থলজ স্তন্যপায়ী প্রাণী চিতা, ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত ছুটতে পারে!!!!!

সবচেয়ে দ্রুত গতির জলজ স্তন্যপায়ী প্রাণী উত্তর মেরুর সামুদ্রিক শুশুক। এরা ঘণ্টায় ছুটতে পারে ৩৫ মাইল!!!

ভূমিতে বসতি আমার উড়িতে নাহি চাই…… উড়তে না পারা পাখিদের মধ্যে সব থেকে দ্রুত গতি উত্তর আফ্রিকান উটপাখি গুলোর। এরা দৌড়োতে পারে ঘণ্টায় ৪৫ মাইল আর ওজনেও বিশাল ৩৪৫ পাউন্ড!!!!!!

পেরেগ্রিন ফ্যালকন ( এক প্রকার বাজপাখি) উড়তে পারা পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুত। এরা ঘণ্টায় ২০০ মাইল বেগে আকাশ থেকে ভূমির দিকে ছুটে আসতে পারে।

ঘণ্টায় ৬৮ মাইল বেগে সাঁতরে সেইল ফিশ(sailfish) হলো সবচেয়ে দ্রুত মাছ।

সবথেকে বেশি শব্দ উৎপন্ন করতে পারা জলজ প্রাণীটি হলো নীল তিমি। এদের বিস্তার করা সবচেয়ে নিম্ন কম্পাঙ্কের শব্দ তরঙ্গটির ১৮৮ ডেসিবল মাত্রার শব্দ উৎপন্ন করার রেকর্ড আছে, যা কিনা ৫০০ মাইল দূর থেকেও স্পষ্ট শোনা যায়।animals records

স্থলভাগে এ রেকর্ডটি আছে “হউলার মানকি”(howler monkeys) নামে এক প্রকার বানরের দখলে। ৩ মাইল দূর থেকেও এদের চেঁচামিচি দিব্যি শোনা যায় ।

সুমেরীয় টার্ন(tern) সবচেয়ে দীর্ঘতম পথ পাড়ি দেয়া পরিযায়ী পাখি বিশেষ। সুমেরু থেকে দক্ষিণে বছরে ২২০০০ মাইলের আসা যাওয়ার রুটিন আছে এদের!!!!

তবে, স্তন্যপায়ী দের মধ্যে পরিযায়ী চ্যাম্পিয়ন বলা যায় ধূসর তিমি আর সুমেরীয় হস্তি-সীল দের। বছরে যে ১৩০০০ মাইল ঘুরে- ফেরে এরা নীলের সীমানায়……

স্ত্রী এনোফিলিস মশকী হলো সব থেকে মারাত্মক প্রাণঘাতী প্রাণী। ম্যালেরিয়া বহনকারী এ মশকীর কামড়ে বছরে এক মিলিয়নের অধিক প্রাণ বিলীন হয়।

সামুদ্রিক বোলতা ( এক প্রকার জেলিফিশ, যার রয়েছে ১৫ ফুট দীর্ঘ ৬০ টি কর্ষিকা) ,সবচেয়ে বিষধর প্রাণী। ৬০ জন পূর্ণ বয়স্ক মানুষকে মেরে ফেলার মত বিষ মজুদ আছে এর দেহে!!!!

সবচেয়ে শক্তিশালী কে?? বাঘ?? ভাল্লুক?? না…… সবথেকে শক্তিশালী প্রাণী হলো গণ্ডার পোকা(rhinoceros beetle)!!!! নিজের ওজনের চেয়ে ৮৫০ গুণ বেশি বহন করতে পারে বলেই তাঁর গলায় এই মেডেল……

সবচেয়ে দীর্ঘ সময় ধরে মায়ের গর্ভে থাকে এশিয়ান হাতি। ১৯-২২ মাস পর্যন্ত গর্ভে থাকার পর পৃথিবীর আলো দেখে এরা !!!!

সবচেয়ে বড় জলজ প্রাণী নীল তিমি। এদের স্ত্রী প্রজাতি সাধারণত ৭৯-৮৯ ফিট পর্যন্ত লম্বা আর ওজনে ১০০ টনের উপরে হতেই পারে। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে দীর্ঘ নীল তিমিটি ছিল ১০৮ ফিট, আর সবচেয়ে বেশি ওজন রেকর্ড করা হয় ১৯০ টন!!!

স্থলভাগে সবচেয়ে বিশাল দেহী প্রাণীটি হলো আফ্রিকান হস্তি। আর উচ্চতার দিক থেকে এরা দ্বিতীয়।

বিশালদেহী বুনো পুরুষ মহিষগুলো ওজনে হয় ১৩০০০ পাউন্ডেরও বেশি আর ১২ ফিট চৌরা কাঁধতো আছেই……

স্থলভাগের সবচেয়ে লম্বা প্রাণীটি হলো জিরাফ। গলা বাড়িয়ে যখন আপনার দিকে নিরীহ দৃষ্টি ফেলে,মনে রাখবেন সেটি অন্তত ১৮ ফিট। আর ওজন টা?? পাক্কা ৪০০০ পাউন্ড !!!

সবচেয়ে ছোট স্তন্যপায়ীটি হলো পূর্ণ বয়স্ক ভ্রমর বাদুর(Adult bumblebee bats)। ওজন মাত্র ২ গ্রাম!!!

জলজগতের সবচেয়ে দীর্ঘতম অমেরুদণ্ডী প্রাণীটি হলো দৈত্যকায় স্কুইড। লম্বায় এরা ৪৩ ফিট আর এদের চোখ??? সেটিও পেয়েছে সবচেয়ে বড় চোখের মর্যাদা, যা কিনা মোটামুটি মানুষের মাথার সমান। তবে সবচেয়ে বড় স্কুইডটির দৈর্ঘ্য ছিল ৫৯ ফিট।

আর স্থলভাগে এ রেকর্ডটি আছে নারকেল কাঁকড়ার দখলে। আড়াই ফিট দৈর্ঘ্যের এক একটা পা দিয়ে আঘাত করে নিমিষেই নারকেল ভেঙে ফেলতে পারে এরা। ওজনেও বিশাল, ৬.৬ পাউন্ড পর্যন্ত। এদের দেখা মেলে গ্রীষ্মমন্ডলীয় ইন্দো মহাসাগরীয় দ্বীপসমূহে।

সবচেয়ে ছোট মেরুদণ্ডী প্রানিঃ অস্ট্রেলিয়ান শিশু মাছ(Australia’s infant fish)। এদের দৈর্ঘ্য এক সেন্টিমিটারেরও কম!!!

এডাল্ট বি হামিং বার্ড হলো সবচেয়ে ছোট পাখি যাদের দেখা যায় কিউবা তে। আর ওজন?? ২ গ্রাম মাত্র!!!!

সূত্রঃ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড

এনভাইরনমেন্টমুভ ডটকম ডেস্ক

কৃতজ্ঞতাঃ https://www.facebook.com/OurNatureAmaderProkrti

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics