দেশি মেটেহাঁস

Indian_spot-billed_duckদেশি মেটেহাঁস বা পাতি হাঁস ( Anas peocilorhyncha) (ইংরেজি Indian Spot-billed Duck) অ্যানাটিডি পরিবারের অ্যানাস গণের এক ধরনের বিরল প্রজাতির হাঁস । এরা বাংলাদেশের আবাসিক পাখি । এদের ঢাকা চট্টগ্রাম বরিশাল সিলেট খুলনা রাজশাহী ও রংপুর অঞ্চলে দেখতে পাওয়া যায়। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে।বাংলাদেশে এরা Vulnerable বা সংকটাপন্ন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

দেশি মেটেহাঁস আকারে অনেকটা নীলমাথা হাঁসের মতো । এরা লম্বায় ২২ থেকে ২৫ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে । পাখার বিস্তৃতি ৩৩ থেকে ৩৭ ইঞ্চি । এরা ওজনে ৭৯০ থেকে ১৫০০ গ্রাম হতে পারে । পুরুষ হাঁসটি দেখতে খয়েরী রঙের । দেহের নিচের অংশ সবুজ রঙের ।  মাথা ও গলা ফেকাশে বর্ণের হয় । এদের সাদা রঙের ডানা আছে । ডানার নিচের অংশ কালো ।  এদের ঠোঁট কালো এবং ঠোঁটের অগ্রভাগ উজ্জ্বল হলুদ রঙের । ঠোঁটে লাল দাগ দেখতে পাওয়া যায় । স্ত্রী হাঁস দেখতে পুরুষ হাঁসের মতো  কিন্তু এদের ঠোঁটে লাল দাগ থাকে না । অপ্রাপ্তবয়স্ক হাঁসটি বাদামী ও ফেকাশে বর্ণের হয়ে থাকে ।

দেশি মেটেহাঁস সাধারনত স্বাদুপানির জলাভূমি ও লেকে দেখতে পাওয়া যায় । এরা নিশাচর প্রাণী । দিনে বিশ্রাম নেয় এবং  রাতে খাদ্য সংগ্রহের উদ্দেশে বের হয় । এরা পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করে । এরা জলজ উদ্ভিদ খেয়ে থাকে । পানির কাছাকাছি জমিতে এরা বাসা বানায় ।  স্ত্রী হাঁস  একসাথে ৮ থেকে ১৪ টি ডিম পাড়ে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics