দুর্যোগ প্রতিরোধেই গুরুত্ব দিচ্ছে সরকার

প্রাকৃতিক দুর্যোগের পর ত্রাণ দেয়া নয়,প্রতিরোধের দিকেই সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী।মঙ্গলবার সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে এক অনুষ্ঠানে মন্ত্রীআরও বলেন, দুর্যোগ হবে তার পরে ত্রাণ দেব- সরকার এ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। এখন দুর্যোগে  ক্ষয়-ক্ষতি কমিয়ে আনতে প্রতিরোধের ওপরই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। durjog

ভূমিকম্প সম্পর্কে মন্ত্রী বলেন, বন্যা ও ঘূর্ণিঝড় প্রতিরোধের ব্যবস্থা করতে পারলেও ভূমিকম্পের বিষয়ে এখনো আমরা পিছিয়ে আছি। আমরা এখন চেষ্টা করছি কিভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা যায়। এটা কিছুটা কঠিন। কারণ ভূমিকম্প সম্পর্কে কোনো আগাম সতর্কবার্তা দেয়া যায় না।ভূমিকম্পে ক্ষয়ক্ষতি  মোকাবেলায় ২০ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে জানান তিনি।দেশে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হলে ঢাকা,চট্টগ্রাম ও সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতির  আশঙ্কা রয়েছে, জানালেন মন্ত্রী।এর আগে সিরাজগঞ্জের বন্যাপ্রবণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা অক্সফামের দুর্যোগকালীন সহায়তামূলক একটি প্রকল্পের উদ্বোধন করেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী।সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) অর্থায়নে ওই প্রকল্পে সিরাজগঞ্জের ১৪টি গ্রামের এক হাজার ছয়শ’ ৬১টি পরিবারকে দুর্যোগকালীন সময়ে ৮ হাজার  টাকা করে ত্রাণ দেয়া হবে।অনুষ্ঠানে অক্সফামের কান্ট্রি ডিরেক্টর স্নেহাল সোনেজী, এসডিসির প্রতিনিধি মেসেরেলি সিরোক্কো, আইডব্লিউএমের পরিচালক এম শাহ নেওয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্রঃ দৈনিক ইনকিলাব (২০/০৮/২০১৩)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics