এখন কোথায় সেই দুষ্ট খরগোশেরা !!!

খরগোশ/ Black Naped Hare
আমরা ছোট বেলায় সবাই হয়তো খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতার গল্প পড়েছি । গল্পের সেই খরগোশ অহংকারী হলেও মূলত খরগোশ নিরীহ শান্ত প্রাণী ।

আমরা হয়তো অনেকেই মনেকরি বাংলাদেশে খরগোশ শুধু চিড়িয়াখানা বা দোকানেই পাওয়া যায় । কিন্তু না বাংলাদেশের কিছু গ্রামীণ বন চা বাগান এলাকায় ও বনে খরগোশ আছে । তবে সুন্দরবনে নেই । বাংলাদেশের এই খরগোশটির নাম Black Naped Hare । বাদামী ধূসর গায়ের রঙ । ঘাড়ে কালো দাগআছে । কান লম্বা । সামনের পায়ের চেয়ে পিছনের পা লম্বা । পা নখ যুক্ত । লেজ ছোট । এরা ঘাস, পাতা , ফুল –ফল, শেকড়বাকড় খায় । খরগোশ পানি ওঠেনা এমন ঘাসবন বা ঝোপঝাড়ের নিচে মাটিতে গর্ত করে বাসা বাঁধে । বিপদের আশঙ্কা থাকলে এরা বাচ্চাকে মুখে করে নিরাপদ স্থানে নিয়ে যায় । স্বভাবে এরা নিশাচর । 543910_482822231753171_1416642371_n

বাংলাদেশে এক সমায় প্রায় সব এলাকায় খরগোশ ছিল । বেশি দিনের কথা নয় মাত্র দশ বছর আগেও যশোরের কৃষকেরা ক্ষেতে সবজির চারা রোপণ করলে রাত জেগে পাহারা দিতে হত । মাঝে মাঝে শব্দ করার জন্য পটকা ফোটাত । এখন সেখানে আর সেই চিত্র নেই । নির্বিচারে শিকার ও আবাস ধ্বংসের ফলে, খরগোশ বাংলাদেশে বিপন্নের তালিকা ভুক্ত ।

আমাদের গ্রামীণ বন গুলোর বন্যপ্রাণী এভাবেই দিন দিন বিলুপ্তের দার প্রান্তে । এদের রক্ষায় আমাদেরই এগিয়ে আসতে হবে । নয়ত আমাদের গ্রামীণ বন হারাবে তার চিরচেনা মুখ ।

লেখা – ঋজু আজম
ছবি – ইন্টারনেট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics