হলদেপা নাটাবটের
হলদেপা নাটাবটের বা হলুদ-পা লাওয়া (Turnix tanki) ( ইংরেজি yellow-legged buttonquail ) টার্নিসিডি গোত্র বা পরিবারের অন্তর্গত Turnix (টার্নিক্স) গণের অন্তর্গত এক প্রজাতির ছোট ভূচর পাখি। এদের দেখতে পাওয়া খুবই বিরল । এরা বাংলাদেশের স্থানীয় পাখি । এদের বাংলাদেশের ঢাকা ও সিলেট অঞ্চলে দেখতে পাওয়া যায় । এককালে এদের চট্টগ্রামেও দেখতে পাওয়া যেত । আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা ন্যূনতম বিপদগ্রস্তবলে ঘোষণা করেছে। বাংলাদেশে এই প্রজাতির অবস্থা সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য নেই । বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।
হলদেপা নাটাবটের আকারে ছোট । এদের দেখতে পাওয়া বিরল । তাই এদের সম্পর্কে প্রয়োজনীয় অনেক তথ্যই পাওয়া যায় না । এদের স্ত্রী পাখিটি পুরুষ পাখি থেকে উজ্জ্বল বর্ণের হয়ে থাকে । স্ত্রী পাখিটির ঘাড় উজ্জ্বল পিঙ্গল বর্ণের । স্ত্রী ও পুরুষ উভয় পাখির গায়ের রঙ বাদামী । এদের গায়ে কালো কালো ছোপ দেখতে পাওয়া যায় । পা হলুদ রঙের । তাই এদের হলদেপা নাটাবটের বলা হয় ।
প্রজননকালে স্ত্রী পাখি প্রথমে প্রজননের জন্য আগ্রহী হয় । তাই এরা খাবার প্রদান করে পুরুষ পাখিটিকে আগ্রহী করে তুলে । স্ত্রী পাখি জমিতে বাসা বানায় । এই বাসাতে ডিম পাড়ার পর স্ত্রী পাখিটি চলে যায় । কেননা স্ত্রী পাখি স্বভাবে বহুগামি । বাবা পাখির দায়িত্ব ডিমে তা দেয়া । ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ১২ দিন । বাচ্চারা জন্মের পর থেকে বাবার কাছে থাকে ।