শৈবালের ডিএনএ নকশা উন্মোচন
১০ বছরের গবেষণায় বিজ্ঞানীরা এই অতিক্ষুদ্র শৈবালের ডিএনএ নকশা উদ্ঘাটনে সমর্থ হয়েছেন। কার্বন ডাই-অক্সাইড শোষণের পাশাপাশি এটি মহাসাগরের খাদ্যচক্র ও বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বিজ্ঞানীরা এমিলিয়ানিয়া হাক্সলেই প্রজাতির শৈবালের জিন নকশা উদ্ঘাটন করেছেন। এককোষী এই শৈবাল পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে সফল জীব হিসেবে পরিচিত।
ক্ষুদ্রাতিক্ষুদ্র ফাইটোপ্ল্যাংকটন একটি ছোট্ট জীবদেহ, যা মহাসাগরের ওপরের স্তরের বাসিন্দা।
মহাসাগরে হাজার হাজার বর্গকিলোমিটার এলাকা আচ্ছাদিত করে রাখতে পারে এই শৈবাল ।
এটি সাগরপৃষ্ঠের কার্বন ডাই-অক্সাইড শোষণ করে।
কোটি কোটি মৃত শৈবাল জড়ো হয়ে জমাটবদ্ধ হয় (যেমন: যুক্তরাজ্যের ডোভার এলাকার হোয়াইট ক্লিফ)।
জিনোম বিশ্লেষণে দেখা যায়, একটি বৈচিত্র্যময় জিনের কারণে এই শৈবাল বিশ্বজুড়ে বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিয়ে বংশবৃদ্ধি করতে পারে।
সূত্রঃ দৈনিক প্রথম আলো (১৪/০৬/২০১৩)