শিল্পী মরিসনের নামে টিকটিকি
টিকটিকির নতুন একটি প্রজাতির নাম রাখা হয়েছে প্রয়াত মার্কিন কবি ও সংগীতশিল্পী জিম মরিসনের নামে। বার্বাটুরেক্স মরিসনি প্রজাতিটি সম্প্রতি আবিষ্কার করেছেন মার্কিন গবেষকেরা। উদ্ভিদের ওপর নির্ভরশীল এই বিশাল টিকটিকি অন্তত চার কোটি বছর আগে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিচরণ করত। প্রসিডিংস অব রয়্যাল সায়েন্স বি সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, আদি প্রাণীর জীবাশ্ম (ফসিল) নিয়ে গবেষণা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নেব্রাসকা-লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ওই টিকটিকি প্রজাতির সন্ধান পান। এটি প্রায় ছয় ফুট পর্যন্ত দীর্ঘ হতো। জিম মরিসনের গানে কল্পিত আদি সরীসৃপদের কথা বলা হতো বলেই এই প্রজাতিটির নামকরণে তাঁকে স্মরণ করা হয়। এএফপি।
http://www.prothom-alo.com/detail/date/2013-06-06/news/358268