শালিক
শালিক বা শালিখ স্টার্নিডি গোত্রের অন্তর্গত একদল ছোট ও মাঝারি আকারের বৃক্ষচর পাখি। স্টার্নিডি নামটি লাতিন Sturnus থেকে এসেছে যার অর্থ শালিক। অধিকাংশ বড় আকৃতির এশীয় শালিক প্রজাতি ময়না নামে পরিচিত। আমাদের অতি চেনা-জানা উপকারী প্রধান কয়েকটি পাখির মধ্যে অন্যতম প্রধান হলো শালিক। ছোট আকৃতির ধূসর রঙের এই পাখিগুলো অত্যন্ত নিরীহ ও শান্ত স্বভাবের। ক্ষেতের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে আমাদের কৃষিপণ্য উৎপাদনে সহায়তা করে বলে আমরা এদের উপকারী পাখি বলি। আগে ক্ষেত-খামারে অসংখ্য শালিক পাখি দেখা যেত। সকাল-সন্ধ্যায় কিচির-মিচির শব্দে মুখরিত করে তুলত সেকালের পল্লীগাঁয়ের বাঁশবাগান। মনে হতো এ যেন শালিক পাখির হাট। শালিক পাখির কিচির-মিচির শব্দেই ভেঙে যেত সাধারণ মানুষের ভোরের ঘুম। কিন্তু যত্রতত্র ফসলি জমিতে কীটনাশকের ব্যবহার আর অবাধে পাখি নিধনের ফলে অতি চেনা এই পাখি আজ হারিয়ে যাচ্ছে। পরোপকারী এই পাখিগুলো অবাধে নিধন করা হচ্ছে। পাখি শিকারির দল বিষটোপ, এয়ারগানসহ বিভিন্ন ফাঁদ পেতে শালিক নিধন করেছেন। দেশে পাখি নিধন আইন আছে কিন্তু নেই শুধু এই আইনের যথাযথ প্রয়োগ। পাখি যে শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে তা নয়, প্রকৃতির সৌন্দর্যও বাড়ায়। তাই শালিকসহ সব শ্রেণীর পাখি নিধন বন্ধে উদ্যোগ নেয়া জরুরি।
জুনায়েদ তানভীর ১৮/০৭/২০১৩