লাল বাঁদরের গল্প

Rhesus macaque অথবা Rhesus Monkey, বৈজ্ঞানিক নাম – Macaca mulatta  , বাংলায় বলা হয় লাল বাঁদর। পুরাতন পৃথিবীর বানর এর সবচেয়ে বিখ্যাত প্রজাতির একটি হলো এই লাল বাঁদর। দক্ষিণ, মধ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বাংলাদেশ এবং শুষ্ক অরণ্য অঞ্চল তৃণভূমি এর আবাসস্থল, যেখানে মানুষের জনবসতি স্বল্প সেখানে এদের বেশী দেখা মেলে। বাংলাদেশে রাঙ্গামাটি , বান্দরবন, সিলেট , মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে প্রচুর পরিমানে এর দেখা মিলে।

rhesus monkey 1

Rhesus Monkey বাদামী বা ধূসর রঙের। এবং এদের মুখ পশমআবৃত ও গোলাপী। লেজ মাঝারি দৈর্ঘ্যের এবং ২০.৭ থেকে ২২.৯ সেমি । পূর্ণবয়স্ক পুরুষ বানর গড়ে প্রায় ৫৩ সেমি, ওজন ১২ কেজি এবং নারী বানরের দৈর্ঘ্য ৪৭ সেমি এবং ওজন গড়ে ৮ কেজি। এদের দেহে গড়ে ৫০ টি কশেরুকা আছে এবং একটি প্রশস্ত পাঁজর খাঁচা আছে ।

rhesus monkey 2

পাকিস্তান, নেপাল, মায়ানমার , থাইল্যান্ড, আফগানিস্তান, ভিয়েতনাম, দক্ষিণ চীন, এবং কিছু প্রতিবেশী অঞ্চলে উত্তর ভারত,এবং বাংলাদেশে এদের বেশি দেখা যায় । তারা কেন্দ্রীয় , দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া জুড়ে উচ্চতায় একটি মহান বৈচিত্র্য দখল করে আছে,  শুষ্ক , খোলা এলাকায় এবং ২৫০০মিটার তৃণভূমি , অরণ্য এবং পাহাড়ী অঞ্চলে এরা নিয়মিত বসবাস করে । এরা বেশ ভাল সাঁতারু হয় ।

rhesus monkey 3

যদিও এরা প্রধানত গাছে বসবাস করে তবু বলা যায়,এরা, জলে ও স্থলে সমানভাবে বসবাস করতে পারে। লাল বাঁদর প্রধানত তৃণভোজী হয় , ফল তাদের প্রধান খাদ্য । এছারাও তাদের খাদ্য তালিকাতে বীজ, শিকড়, কুঁড়ি , বাকল আছে । বর্ষা ঋতুর সময় , তারা পাকা ফল থেকে তৃষ্ণা মিটায় । পানির বিভিন্ন উৎস থেকে জীবিত পাতা থেকে এবং বৃষ্টির সময় গাছের গর্তে জমা পানি পান করে । তারা উইপোকা, ফড়িং ,মথ এবং ছোট পোকা খেয়ে থাকে ।

rhesus monkey 4

প্রাপ্তবয়স্ক পুরুষ প্রজনন সময়ের বাইরেও স্ত্রী এবং রানীর জোড়ার মধ্যে প্রবেশ দ্বারা তাদের প্রজননগত সাফল্য সর্বাধিক করার চেষ্টা করে ।একটি পুরুষ তার স্ত্রী জন্য খাদ্যের যোগান দেয় এবং সহজেই শিকারীর হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করে । প্রজনন কাল ১১ দিন পর্যন্ত স্থায়ী , এবং যে সময় চার পুরুষদের সঙ্গে একটি মহিলা সাধারণত সম্পর্ক স্থাপন করতে পারে । তারা প্রজনন ঋতু সময় ক্ষতরোগে ভোগে যদিও পুরুষ রীস্যাসের সাথে নারী সঙ্গমের সময় লড়াই পরিলক্ষিত হয়নি।

© All rights reserved by Author Rahat Azim Chowdhury . (Engineer), System security co-ordinator at Genesis Technologies Ltd. Naturalist and Photographer at Light & Composition Magazine, New York. E-mail: ra_chow@hotmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics