লালঝুঁটি ভুতিহাঁস

netta-rufina-26564লালঝুঁটি ভুতিহাঁস বা রাঙ্গামুড়ি (Netta rufina) (ইংরেজি Red-crested Pochard) অ্যানাটিডি পরিবারের ন্যাটটা গণের অন্তর্ভুক্ত এক ধরনের বিরল হাঁস । এরা বাংলাদেশের পরিযায়ী পাখি । শীতকালে এদের বাংলাদেশের ঢাকা রাজশাহী সিলেট ও খুলনা অঞ্চলে দেখতে পাওয়া যেত ।  আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা  Least Concern বা আশংকাহীন  বলে বিবেচিত।

লালঝুঁটি ভুতিহাঁস আকারে বড় হয় । পুরুষ হাঁসটির ওজন ১.১ কে জি এবং স্ত্রী হাঁসটির ওজন ১ কে জি ।পুরুষ হাঁসটির মাথা গোল এবং কমলা রঙের । এদের ঠোঁট লাল । বুকের রঙ কালো। পাঁজর সাদা । দেহের পিছনের অংশ বাদামী । লেজ কালো বর্ণের হয় । স্ত্রী হাঁসটি দেখতে ফেকাশে বাদামী । মাথার উপরের অংশ এবং দেহের পিছনের অংশ গাঢ় বর্ণের হয়ে থাকে । মুখ সাদাটে । 
লালঝুঁটি ভুতিহাঁস সাধারনত শাকাহারী স্বভাবের । এদের খাদ্য তালিকায় রয়েছে বীজ মূল এবং বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ । তবে মাঝে মধ্যে এরা শামুক , উভচর প্রাণী ও ছোট মাছ খেয়ে থাকে । এরা দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে । এদের মিঠাপানির নদীতে ও লোনা পানিতে দেখতে পাওয়া যায় ।
লালঝুঁটি ভুতিহাঁসের প্রজনন মৌসুম হল মধ্য এপ্রিল থেকে জুনের প্রথম সপ্তাহ । এরা বাসা পানির কাছাকাছি তৈরি করে ।  স্ত্রী হাঁসটি ৬ থেকে ১২ টি ডিম পাড়ে । ডিমগুলো দেখতে সবুজাভ । ডিমে তা  স্ত্রী হাঁসটি একাই দেয় । ডিম ফুটে বাচ্চা বের হতে সময় লাগে ২৬ থেকে ২৮ দিন ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics