
বর্মধারী বনরুই !
অদ্ভুদ দর্শন বর্মে আবৃত যে কটি বন্যপ্রাণী বাংলাদেশে আছে তার মধ্যে বর্ম ধারী বনরুই সেরা ।রুই মাছের আঁশেরমত এরও শরীর বড় বড় আঁশে ঢাকা তাই এর নাম বনরুই (Pangolin) ।
উই-পিঁপাড়া ভুক এই প্রাণীটি রাতে খুব সক্রিয় । খাবারের সন্ধানে মাঝেমধ্যে দিনেও দেখা যায় ।জনন কাল ছাড়া বাকি জীবনটা একাই কাটিয়ে দেয় বনরুই । ঝোপঝাড়ের নিচে গাছের ফাঁকফোকরে এদের বসবাস । শিকারি প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য বনরুই নিজ শরীর গুটিয়ে বর্ম দারা আবৃত চাকতি বানিয়েফেলে ।
শান্ত-নিরিহ এই বনরুই আমাদের ক্ষতি নাকরলেও আমরা মানুষেরা বাসস্থান ধ্বংস করে তাদের করেছি আশ্রয়হীন । লোকজ ঔশুধ বানাবার ওজুহাতে তাদের করেছি বিপন্ন । অনেকেই হয়ত দেখে থাকবেন হাট -বাজারে কবিরাজ তার ঔশুধের পশরা সাজিয়ে বসেছে । মাছেরমত বড় বড় আঁশযুক্ত দু-এক খণ্ড চামড়া আছে হয়ত সেখানে । সেটিই বর্ম ধারী বনরুই এর করুণ পরিনতি !
লেখা – ঋজু আজম
ছবি- ইন্টারনেট