প্রাধিকার টিমের প্রকৃতিদর্শন ও কার্যনির্বাহী বোর্ডের নবম সভা অনুষ্ঠিত
বুধবার বিকেল চারটায় প্রাধিকারের জেনারেল সেক্রেটারি জয় প্রকাশ রায়ের সঞ্চালনয়ায় সভা শুরু হয়। ভিন্নধর্মী এই সভা ও প্রকৃতিদর্শনে উপস্থিত ছিলেন ভাইস-প্রেসিডেন্ট মওদুদ আহমেদ, ভাইস-প্রেসিডেন্ট নাইমুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মিথুন দাশ, কোষাধ্যক্ষ আকাশ খাশনবীশ, পাবলিক রিলেশন সেক্রেটারি সাহেদ আহমেদ তাপাদার সহ কার্যনির্বাহি বোর্ডের অন্যান্য সদস্যরা।
সচরাচর সভার বাইরে গিয়ে এই সভা অনুষ্ঠিত হয় সিলেট টিলাগড় ইকোপার্ক সংলগ্ন গহীন বন ‘চম্পাবাগান’-এ। কিছুদিন পূর্বে সেনাবাহিনীর ইকোপার্কে শীতকালীন মহড়া দেয়া নিয়ে প্রাধিকারের ক্ষোভ প্রকাশ ও তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া ব্যাপারে সবাইকে অবহিত করেন ভাইস-প্রেসিডেন্ট মওদুদ আহমেদ।
চম্পাবাগানপানে হেটে বেড়ানো ও প্রকৃতিদর্শনের সাথে চলে বোর্ডের বিভিন্ন গুরুত্বপুর্ণ আলোচনা। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস-প্রেসিডেন্ট নাইমুর রহমান, কোষাধ্যক্ষ আকাশ খাশনবীশ এবং ভবিষ্যৎ কার্যপরিকল্পনা বিষয়ক পয়েন্ট তুলে ধরেন পাবলিক রিলেশন সেক্রেটারি সাহেদ আহমেদ তাপাদার। পরে এ নিয়ে উন্মুক্ত আলোচনা চলে।
ঘনবনের বিভিন্ন ব্যাপার-ব্যাখ্যামুলক বক্তব্য রাখেন অর্গানাইজিং সেক্রেটারি (ওয়াল্ডলাইফ) নূপুর ধর এবং অর্গানাইজিং সেক্রেটারি (ডমেস্টিক এনিম্যাল) হারুনুর রশীদ। আলোচনার বিভিন্ন সময়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন সহঃ পাবলিক রিলেশন সেক্রেটারি সুমাইয়া রশীদ, ল’ কনসার্ন সেক্রেটারি ইফফাত আরা বিপাশা, জয়েন্ট সেক্রেটারি তারিক ইবনে হাই দিগন্ত এবং এক্সিকিউটিভ মেম্বাররা।
সভার সমাপনী সিদ্ধান্তগ্রহণমূলক আলোচনা করেন জেনারেল সেক্রেটারি জয় প্রকাশ রায়। পরিশেষে হালকা সান্ধ্যকালীন নাস্তা গ্রহণের মাধ্যমে সভা সমাপ্ত হয়।
সাহেদ আহমেদ তাপাদার
প্রাধিকার