প্রাণীজগত
প্রতি এক হাজার সামুদ্রিক কচ্ছপ ছানার মধ্যে মাত্র একটি ছানা জন্মের পর টিকে থাকতে পারে। বোলা স্পাইডার নামের একধরনের মাকড়সা আছে, যারা জাল বোনে না। এদের দেখা মেলে আমেরিকা, আফ্রিকা আর অস্ট্রেলিয়ায়।
আমেরিকার ব্যাক উইডো মাকড়সা এতই বিষাক্ত যে এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে।
পোকাখেকো বাজপাখির দৃষ্টিশক্তি এতটাই প্রখর যে আধামাইল দূর থেকেও একটা ফড়িংকে এরা ঠিক ঠিক শনাক্ত করতে পারে।
মানুষ তার চোখের একটা পলক ফেলতে সময় নেয় শূন্য দশমিক চার সেকেন্ড এর মতো সময় নেয়।
কুমির এর যতবার দাত পড়ে ততবার দাত উঠে।