পিপাসায় কাঁদে গাছ!
নির্বিচারে গাছ হত্যা দেখে পথে যেতে যেতে কারো হয়তো জগদীশ চন্দ্র বসুর কথা মনে পড়ে যেতে পারে। প্রাণিকুলের মধ্যে ‘জড়’ হয়ে বসে থাকা গাছের প্রাণের কথা তিনিই প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিলেন। গত শতকে প্রকৃতি বিজ্ঞানীরা গাছকে আরো অমূল্য বলে রায় দিয়েছিলেন।
মানুষের মতো অসংখ্য প্রাণকে অক্সিজেনের জোগান দিতে অবিরাম চেষ্টা করছে এ বৃক্ষকুল। এটুকুই নয়, প্রাণী বর্জ্য ও শিল্প বর্জ্যরে প্রধান উপকরণ কার্বনকে টেনে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ডকেও বাসযোগ্য করে তুলতে চেষ্টা করে যাচ্ছে গাছ। বিজ্ঞানীদের এত দিন ধারণা ছিল, প্রাণ থাকলেও অনুভূতি প্রকাশের কোনো চেষ্টাই করে না গাছ। কিন্তু ফ্রান্সের বিজ্ঞানীরা দাবি করছেন, পিপাসায় গাছও কাঁদে।
লিঙ্কঃ http://www.manobkantha.com/2013/05/27/122678.html