পানি নিয়ে আরও কিছু মজার তথ্য

 বাতাসের চাইতে পানির নিচে শব্দের গতি ৫ গুণ বেশি।

 অভ্যন্তরীন পানি ব্যবহারের শতকরা ৩৫ শতাংশই ব্যবহূত হয় টয়লেটে।

 আইসবার্গের বা ডুবো বরফের পাহাড়ের শতকরা ৯০ ভাগই থাকে পানির নিচে।images

 যেকোনো স্পঞ্জ গরম পানির চাইতে অধিক পরিমাণে ঠান্ডা পানি ধারণ করতে পারে।

 পানি যখন বরফে পরিণত হয় তখন তা শতকরা ৯ ভাগ পর্যন্ত প্রসারিত হতে পারে।

 জিরাফ এবং ইঁদুর উটের চাইতে বেশি সময় পানি ছাড়া বাঁচতে পারে।

 আমাদের শরীর এক শতাংশ পানি হারালেই আমরা তৃষ্ণার্ত অনুভব করি।

 নায়াগ্রা জলপ্রপাতের পানি দিয়ে প্রতি সেকেন্ডে চার হাজার বাথটাব পানিপূর্ণ করা যাবে।

 শসার মধ্যে ৯৬ শতাংশই হলো পানি।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক (০৬/০৬/২০১৩)

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics