পাতি তিলিহাঁস
পাতি তিলিহাঁস বা পাতারি হাঁস (Anas crecca) (ইংরেজি:Eurasian Teal ) অ্যানাটিডি গোত্র বা পরিবারের অন্তর্গত অ্যানাস গণের এক প্রজাতির সুলভ পাখি। এরা বাংলাদেশের পরিযায়ী পাখি । শীতকালে এদের বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী বরিশাল খুলনা ও রংপুর অঞ্চলে দেখা যায় । আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা Least Concern বা আশংকাহীন বলে বিবেচিত।
পাতি তিলিহাঁস আকারে ছোট হাঁস । এরা লম্বায় ১৩ থেকে ১৭ ইঞ্চি হয়ে থাকে । এদের পাখার দৈর্ঘ্য ৬.৯ থেকে ৮ ইঞ্চি এবং পাখার বিস্তৃতি ২১ থেকে ২৩ ইঞ্চি হয় । পুরুষ হাঁসটি ওজনে ৩৪০ গ্রাম ও স্ত্রী হাঁসটি ৩২০ গ্রাম হতে পারে । এদের পায়ের গোড়ালি ১.১ থেকে ১.৩ ইঞ্চি এবং ঠোঁট ১.৩ থেকে ১.৬ ইঞ্চি হয় । পুরুষ পাখিটির গায়ের রঙ খয়েরী ।মাথার গাঢ় বর্ণের ও পিছনের অংশ দেখতে হলুদাভ । মাথা ও গলার উপরের অংশ বাদামি বর্ণের । চোখের উপরে সবুজ বর্ণের চন্দ্রাকৃতির দাগ থাকে । বুকের রঙ ইষৎ হলুদাভ । এর মাঝে গোলাকৃতির ছোট ছোট খয়েরী বর্ণের ফোঁটা থাকে। পেটের রঙ হয় সাদা । পাখা দেখতে সবুজাভ কালো হয়ে থাকে । এদের ঠোঁট ও পা দেখতে গাঢ় ধূসর । স্ত্রী হাঁস আকারে পুরুষ হাঁস থেকে ছোট হয় । স্ত্রী হাঁসটি দেখতে হলুদাভ খয়েরী বর্ণের হয় । মাথা গাঢ় ধূসর বাদামি রঙের হয় । সারা গায়ে ছোট ছোট খয়েরী বর্ণের ফোঁটা দেখা যায় । স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক হাঁসের ঠোঁট গোলাপি বা হলুদাভ রঙের হয় । পা দেখতে ধূসর সবুজ বা ধূসর বাদামি বর্ণের হয় । অপ্রাপ্তবয়স্কদের দেখতে স্ত্রী হাঁসের মতো । কিন্তু এরা আকারে ছোট বলে সহজে চেনা যায় । এদের উপরের অংশ খয়েরী ও নিচের অংশ হলুদ হয়ে থাকে ।
পাতি তিলিহাঁস স্বাদুপানির জলাভূমিতে থাকতে পছন্দ করে । এরা মাথা ডুবিয়ে পানির নিচে খাদ্য অনুসন্ধান করে । প্রজননকালে এরা জলজ অমেরুদণ্ডী প্রাণী খেতে পছন্দ করে । এর মধ্যে উল্লেখযোগ্য হল পোকা ও তাদের লার্ভা শামুক কেঁচো ছোট ছোট চিংড়ি ইত্যাদি । অন্যান্য সময় এরা জলজ উদ্ভিদের বীজ ঘাস ও শস্য খেয়ে থাকে ।
এদের প্রজনন কাল শুরু হয় মার্চ মাসে । এরা শুকনো পাতা ও পালক দিয়ে বাসা তৈরি করে যা জলাভূমির কাছাকাছি থাকে । স্ত্রী হাঁস ৫ থেকে ১৬ টি ডিম পাড়ে । ডিমে তা দিয়ে বচ্চা বের হতে ২১ থেকে ২৩ দিন লাগে । বাচ্চারা জন্মের পর ২৫ থেকে ৩০ দিন মায়ের সাথে থাকে।