তিন চোখওয়ালা গিরগিটি!
প্রাণীটির নাম তুয়াতোরা। এটি একটি গিরগিটি জাতীয় প্রাণী। বাস করে নিউজিল্যান্ডে। মজার ব্যাপার হলো, এই প্রাণীটি দেখার কাজ সারে তিনটি চোখ দিয়ে! অবিশ্বাস্য মনে হলেও প্রাণিবিজ্ঞানীদের গবেষণায় এর সত্যতা পাওয়া যায়। একসময় তিনচোখা আরো প্রাণী ছিল। কিন্তু সেগুলো কালের বিবর্তনে হারিয়ে গেছে। বিজ্ঞানীরা বলছেন, সরীসৃপ প্রজাতির মধ্যে এমন বিস্ময়কর প্রাণী এই একটাই। আপাতদৃষ্টিতে তুয়াতোরার মাথায় দুটি চোখই দেখা যায়। তাহলে তৃতীয় চোখটি কোথায়? এ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছেন দীর্ঘদিন। দেখা গেছে, এই তৃতীয় টোখটি মস্তিষ্কে অবস্থিত এবং তা অপেক্ষাকৃত ক্ষুদ্র। দেখা যায় পাইন গাছের মোচাকৃতির ফলের মতো! পৃথিবীতে আরো কিছু গিরগিটি আছে, যেগুলোর মস্তিষ্ক পাইন গাছের মোচাকার ফলের মতো আকারবিশিষ্ট এবং তা শরীরের সঙ্গে সম্পর্কিত। এই অক্ষিকাচ থাকে বিশেষ দেয়ালের বাইরে স্বচ্ছ আচ্ছাদন দিয়ে আবৃত। সেই অক্ষিগোলকে রয়েছে বিশেষ ধরনের রঞ্জক পদার্থ, যা দেখার কাজটি অতি সহজ করে দেয়। বিজ্ঞানীদের ধারণা, পাইন গাছের মোচাকার ফলের মতো এই চোখ সব গিরগিটির কাজে আসে না। কিন্তু তুয়াতোরা পুরোপুরি দেখতে পায়। আর এ কারণেই এই প্রাণীটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন তৃতীয় নয়নের জন্তু।
সূত্রঃ দৈনিক মানবকণ্ঠ ৩১/০৫/২০১৩