গ্রিন আউটলেট

বিশ্বজুড়ে টালমাটাল অর্থনীতির এ সময়ে আপনি সব সময়েই চাইবেন আপনার দৈনন্দিন খরচ কাটছাঁট করতে। আর যাবতীয় খরচের খাতায় প্রথম দিকের একটি হলো মাস শেষে পাহাড় সমান কিংবা ভূতুড়ে ইলেক্ট্রিসিটি বিল। কেমন হয় যদি এমন ভূতুড়ে খরচকে আনতে পারেন আপনার আয়ত্তে আর তার সাথে সাথে রাখতে পারেন পরিবেশ রক্ষায় কার্যকরী ভুমিকা??

mzl.esypktxn.320x480-75mzl.lrgqnfam.320x480-75

অ্যাপল স্টোরে পাওয়া যাচ্ছে গ্রিন অউটলেট নামে এমন একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যেটির সাহায্যে আপনার ঘরের ইলেকট্রনিক যন্ত্রাংশগুলো ঠিক কি পরিমাণ শক্তি ব্যয় করছে তার পরিমাপ জানতে পারবেন এছাড়াও এটির সাহায্যে ইলেকট্রিক বিলেরও একটি আগাম ধারণা পেতে পারেন।এপ্লিকেশনটির সাহায্যে আপনার ঘরের কোন ইলেকট্রনিক যন্ত্রটি সবথেকে বেশী বিদ্যুৎ খরচ করছে সেটিও জানতে পারবেন।

কীভাবে কাজ করে?

আপনার ঘরের যে যন্ত্রটির বিদ্যুৎ খরচের হিসাব জানতে চান সেটি প্রথমে নির্বাচন করে কতো ঘণ্টা সেটি চলবে তার সঠিক সময় নির্বাচন করে এপ্লিকেশনটি চালু করুন, দিন শেষে আপনি নির্দিষ্ট যন্ত্রটির জন্য ব্যয়কৃত মাসিক খরচটি পেয়ে যাবেন!!

শুধু তাই নয়, এপ্লিকেশনটির সাহায্যে সহজেই আপনার ঘরের কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কেও একটি ধারণা পাবেন। যা কিনা ইউ এস গভর্নমেন্ট গাইডলাইন দ্বারা সুপারিশকৃত।

www.environmentmove.earth

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics